নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ আফ্রিকা সফরে লাল বলে বলার মতো কোনো সুখস্মৃতি নেই বাংলাদেশ দলের। ওয়ানডেতেও ছিল তিক্ত অভিজ্ঞতা। এবারের সফরের ওয়ানডে সিরিজে অবশ্য রাঙিয়েছেন দারুণভাবে। এবার টেস্টেও ভালো কিছু করার প্রত্যয়। ডারবানে আজ থেকে শুরু হওয়া প্রথম টেস্টে ভালো করতে হলে পেসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মনে করেন অধিনায়ক মুমিনুল হক।
গত সংবাদ সম্মেলনে একাধিকবার বিষয়টি সামনে এনেছেন মুমিনুল। এতে পরিষ্কার, টেস্ট অধিনায়কের বড় ভরসার জায়গা তাসকিন আহমেদ-ইবাদত হোসেনরা। মুমিনুল বলেছেন, ‘বিদেশে টেস্ট ম্যাচ জিততে হলে পেস বোলারদের পারফর্ম করা গুরুত্বপূর্ণ। ওরা যদি ভালো জায়গায় বল করতে পারে, দ্রুত ব্রেক থ্রু এনে দিতে পারে, সেটা খুবই কাজে দেয়।’
ওয়ানডে সিরিজে পেসাররা দারুণ করেছেন। তাসকিন তো সিরিজ-সেরাই হয়েছেন। মুমিনুলের মতে, তাঁরা (পেসাররা) ওয়ানডে সিরিজ থেকেই ভালো ছন্দে আছেন, 'পেসারদের কয়েকজন তো ওয়ানডে সিরিজে খেলেছে, শেষ কিছুদিন ওরা ভালো বিশ্রাম নিয়েছে। তো আমার কাছে মনে হয় ওরা বেশ ফুরফুরে মেজাজে আছে।’
শুধু ওয়ানডে সিরিজ কেন, সর্বশেষ নিউজিল্যান্ড সফরে মুমিনুলের দল লাল বলে ইতিহাস গড়েছিল পেসারদের জন্যই। দক্ষিণ আফ্রিকার উইকেটও পেসবান্ধব। এখানেও তাই আরেকটি ইতিহাস গড়ার হাতছানি তাসকিনদের সামনে। মুমিনুল অবশ্য মনে করে, উইকেট পেসবান্ধব হলেও ভালো জায়গায় বল করে যাওয়াটা গুরুত্বপূর্ণ, ‘শুধু ডারবানে না, দক্ষিণ আফ্রিকার উইকেট সব সময়ই পেসবান্ধব। পেসাররাই বেশি সুবিধা পাবে। তবে যেমন উইকেটই বলি, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বল করা, ভালো জায়গায় বল করে ব্যাটসম্যানের ওপর চাপ তৈরি করাটা বেশি গুরুত্বপূর্ণ।’
দক্ষিণ আফ্রিকা সফরে লাল বলে বলার মতো কোনো সুখস্মৃতি নেই বাংলাদেশ দলের। ওয়ানডেতেও ছিল তিক্ত অভিজ্ঞতা। এবারের সফরের ওয়ানডে সিরিজে অবশ্য রাঙিয়েছেন দারুণভাবে। এবার টেস্টেও ভালো কিছু করার প্রত্যয়। ডারবানে আজ থেকে শুরু হওয়া প্রথম টেস্টে ভালো করতে হলে পেসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মনে করেন অধিনায়ক মুমিনুল হক।
গত সংবাদ সম্মেলনে একাধিকবার বিষয়টি সামনে এনেছেন মুমিনুল। এতে পরিষ্কার, টেস্ট অধিনায়কের বড় ভরসার জায়গা তাসকিন আহমেদ-ইবাদত হোসেনরা। মুমিনুল বলেছেন, ‘বিদেশে টেস্ট ম্যাচ জিততে হলে পেস বোলারদের পারফর্ম করা গুরুত্বপূর্ণ। ওরা যদি ভালো জায়গায় বল করতে পারে, দ্রুত ব্রেক থ্রু এনে দিতে পারে, সেটা খুবই কাজে দেয়।’
ওয়ানডে সিরিজে পেসাররা দারুণ করেছেন। তাসকিন তো সিরিজ-সেরাই হয়েছেন। মুমিনুলের মতে, তাঁরা (পেসাররা) ওয়ানডে সিরিজ থেকেই ভালো ছন্দে আছেন, 'পেসারদের কয়েকজন তো ওয়ানডে সিরিজে খেলেছে, শেষ কিছুদিন ওরা ভালো বিশ্রাম নিয়েছে। তো আমার কাছে মনে হয় ওরা বেশ ফুরফুরে মেজাজে আছে।’
শুধু ওয়ানডে সিরিজ কেন, সর্বশেষ নিউজিল্যান্ড সফরে মুমিনুলের দল লাল বলে ইতিহাস গড়েছিল পেসারদের জন্যই। দক্ষিণ আফ্রিকার উইকেটও পেসবান্ধব। এখানেও তাই আরেকটি ইতিহাস গড়ার হাতছানি তাসকিনদের সামনে। মুমিনুল অবশ্য মনে করে, উইকেট পেসবান্ধব হলেও ভালো জায়গায় বল করে যাওয়াটা গুরুত্বপূর্ণ, ‘শুধু ডারবানে না, দক্ষিণ আফ্রিকার উইকেট সব সময়ই পেসবান্ধব। পেসাররাই বেশি সুবিধা পাবে। তবে যেমন উইকেটই বলি, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বল করা, ভালো জায়গায় বল করে ব্যাটসম্যানের ওপর চাপ তৈরি করাটা বেশি গুরুত্বপূর্ণ।’
চল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
২ ঘণ্টা আগেআইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
৪ ঘণ্টা আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
৫ ঘণ্টা আগে