Ajker Patrika

প্রথম ধাপে দক্ষিণ আফ্রিকায় রওনা দিলেন শান্ত-ইয়াসিরসহ ৮ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মার্চ ২০২২, ১২: ১০
প্রথম ধাপে দক্ষিণ আফ্রিকায় রওনা দিলেন শান্ত-ইয়াসিরসহ ৮ জন

বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী চ্যালেঞ্জ অপেক্ষা করছে দক্ষিণ আফ্রিকায়। দেশটিতে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবেন তামিম-মুমিনুলরা। তিন ধাপে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিতে শুরু করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথম ধাপে ঢাকা ছেড়েছেন ওয়ানডে দলের চার ক্রিকেটারসহ আটজন। 

আজ শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে কেপটাউনের উদ্দেশে রওনা দিয়েছেন ক্রিকেট দলের সদস্যরা। প্রথম ধাপে নাজমুল ইসলাম শান্ত, ইবাদত ইসলাম, ইয়াসির আলী রাব্বিদের সফরসঙ্গী হিসেবে আছেন নির্বাচক হাবিবুল বাশার সুমনও। 

ওয়ানডে দল আগামী ১২ মার্চ দক্ষিণ আফ্রিকায় পৌঁছাবে। এক দিন বিশ্রাম নিয়ে ১৪ মার্চ থেকে শুরু করবে অনুশীলন। এ সময় একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন টাইগাররা। ১৮ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের সিরিজে পরের দুটি যথাক্রমে ২০ আর ২৩ মার্চ। 

 ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল থেকে। এক মাসের সফর শেষে ১৩ এপ্রিল টাইগারদের দেশে ফেরার কথা। 

ওয়ানডে দল: তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত