Ajker Patrika

তৃতীয় টেস্টের আগে ভারত ছাড়লেন কামিন্স

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ৫৮
তৃতীয় টেস্টের আগে ভারত ছাড়লেন কামিন্স

ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজের হয়েছে মাত্র দুই ম্যাচ। বোর্ডার-গাভাস্কার ট্রফির মাঝপথেই অস্ট্রেলিয়ায় ফিরছেন প্যাট কামিন্স। টেলিগ্রাফ অস্ট্রেলিয়া জানিয়েছে, পারিবারিক কারণে দেশে ফিরছেন তিনি। 

এক বিবৃতিতে কামিন্সের ভারত ছাড়ার কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিএ জানিয়েছে, পারিবারিক কারণে কামিন্স বাড়ি ফিরছেন। তাঁর প্রাইভেসিকে সম্মান করতে গণমাধ্যমকে আমরা অনুরোধ করছি। 

বোর্ডার-গাভাস্কার ট্রফির টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ ইন্দোরে শুরু হবে ১ মার্চ। ম্যাচটির আগেই কামিন্স ভারতে ফিরবেন বলে আশা করা হচ্ছে। ডানহাতি এ পেসার যদি সময়মতো নাও ফেরেন, তাহলে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে পারেন স্টিভেন স্মিথ। ২০২১ সালে কামিন্স টেস্ট অধিনায়ক হওয়ার পর দুইবার তাঁর অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছেন স্মিথ। 

ভারতে চলমান টেস্ট সিরিজটা বাজে কাটছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। নাগপুর ও দিল্লিতে প্রথম দুই টেস্টে তিন দিনেই হেরে গেছে অজিরা। প্রথম ম্যাচে ইনিংস ও ১৩২ রানে হেরে যায় অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে হারে সফরকারীরা। কামিন্সও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। ২ ম্যাচে ৩৯.৬৬ গড়ে ৩ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত