Ajker Patrika

রেকর্ড গড়ে শীর্ষে অ্যান্ডারসন, এগোলেন মিরাজ-তাইজুল

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ০৫
রেকর্ড গড়ে শীর্ষে অ্যান্ডারসন, এগোলেন মিরাজ-তাইজুল

‘বয়স শুধুই একটি সংখ্যা’-জেমস অ্যান্ডারসন এই প্রবাদের প্রমাণ দিয়ে যাচ্ছেন নিয়মিত। পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছেন ৪০ বছর বয়সী এই পেসার।আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষ বোলার হয়েছেন ইংল্যান্ডের এই পেসার। বোলারদের র‍্যাংকিংয়ে এগিয়েছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। 

ক্রিকেটারদের সাপ্তাহিক র‍্যাংকিং আজ হালনাগাদ করেছে আইসিসি। প্যাট কামিন্সকে টপকে শীর্ষ বোলার এখন অ্যান্ডারসন। কদিন আগে শেষ হওয়া বে ওভালের মাউন্ট ম্যাঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত বোলিং করেন তিনি। মাউন্ট ম্যাঙ্গানুই টেস্টে ৭.৭১ গড়ে নিয়েছেন ৭ উইকেট। শীর্ষে ওঠে রেকর্ডও গড়েছেন অ্যান্ডারসন। ৪০ বছর ২০৭ দিন বয়সে সাদা পোশাকে শীর্ষ বোলার হয়েছেন ইংলিশ এই পেসার। অ্যান্ডারসনের আগে এমন রেকর্ড হয়েছিল ১৯৩৬ সালে। ১৯৩৬ সালে অস্ট্রেলিয়ার লেগস্পিনার ক্ল্যারি গ্রিমেট ৪৪ বছর ২ মাস বয়সে শীর্ষ বোলার হয়েছিলেন টেস্টে। তাছাড়া স্টুয়ার্ট ব্রডের সঙ্গে জুটি বেঁধে রেকর্ডও গড়েন অ্যান্ডারসন। অ্যান্ডারসন-ব্রড জুটি ১৩৩ টেস্ট খেলে নিয়েছেন ১০০৯ উইকেট। দুইয়ে থাকা গ্লেন ম্যাকগ্রা-শেন ওয়ার্ন জুটি ১০৪ টেস্টে ১০০১ উইকেট নিয়েছেন।

আইসিসির শীর্ষ দশ বোলারের তালিকায় বাংলাদেশের কেউ না থাকলেও এগিয়েছেন মিরাজ ও তাইজুল। একধাপ করে এগিয়েছেন বাংলাদেশের এই দুই স্পিনার। ২৬ থেকে ২৫ এ এসেছেন মিরাজ। আর তাইজুল ২৫ থেকে ২৪ এ উঠে এসেছেন। ২৮ নম্বরেই আছেন সাকিব আল হাসান।

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে সেরা তিনে কোনো পরিবর্তন হয়নি। এক ও দুইয়ে আছেন দুই ভারতীয় রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। দুই ভারতীয় স্পিনিং অলরাউন্ডার চলমান বোর্ডার গাভাস্কার ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করছেন। আর তিনে আছেন সাকিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত