আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্মই যেন করতে পারছেন না লোকেশ রাহুল। ভেন্যু, সংস্করণ বদলালেও রাহুলের অফফর্ম চলছেই। রাহুলের এই অফফর্ম দেখে পুরনো স্মৃতি মনে পড়ছে দিনেশ কার্তিকের।
২০২২ থেকে টেস্টে ফর্মহীনতায় ভুগছেন রাহুল। গত বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাদা পোশাকে ৬ ম্যাচ খেলেছেন তিনি। ১১ ইনিংস ব্যাটিং করে ১৫.৯০ গড়ে করেছেন ১৭৫ রান। এই সময়ে তাঁর একমাত্র ফিফটি এসেছে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এক অঙ্কের ঘরে তিনবার আউট হয়েছেন ভারতীয় এই ব্যাটার। রাহুলকে নিয়ে কার্তিক বলেন, ‘এটা পেশাদার জগৎ। এখানে অনেক দুঃখের মুহূর্তের মুখোমুখি তোমাকে হতে হবে। যখন তুমি এভাবে আউট হবে, তখন মনে করতে হবে যে এটাই তোমার শেষ ইনিংস। তোমার মতো ঘটনা আমার সঙ্গেও ঘটেছিল। ড্রেসিংরুমে গিয়ে আমি আস্তে করে ওয়াশরুমে জেতাম। ওয়াশরুমে গিয়ে কেঁদে আসতাম। এই অনুভূতি তেমন একটা সুখকর না।’
১ মার্চ ইন্দোরে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। এই টেস্টে রাহুলের বিকল্প হিসেবে শুভমন গিলকে চান কার্তিক। গিল গতমাসে আইসিসির মাসসেরা খেলোয়াড় হয়েছিলেন। তৃতীয় টেস্টে ভারতের একাদশ নিয়ে কার্তিক বলেন, ‘রাহুলের বিকল্প হিসেবে আমি শুভমন গিলকে চাচ্ছি। সে দারুণ ব্যাটিং করেছে। তৃতীয় টেস্টে ভারতের একাদশে শুধু একটা পরিবর্তন আসা উচিত। রাহুলের জন্য খারাপ লাগছে। সে খুবই চাপে আছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্মই যেন করতে পারছেন না লোকেশ রাহুল। ভেন্যু, সংস্করণ বদলালেও রাহুলের অফফর্ম চলছেই। রাহুলের এই অফফর্ম দেখে পুরনো স্মৃতি মনে পড়ছে দিনেশ কার্তিকের।
২০২২ থেকে টেস্টে ফর্মহীনতায় ভুগছেন রাহুল। গত বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাদা পোশাকে ৬ ম্যাচ খেলেছেন তিনি। ১১ ইনিংস ব্যাটিং করে ১৫.৯০ গড়ে করেছেন ১৭৫ রান। এই সময়ে তাঁর একমাত্র ফিফটি এসেছে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এক অঙ্কের ঘরে তিনবার আউট হয়েছেন ভারতীয় এই ব্যাটার। রাহুলকে নিয়ে কার্তিক বলেন, ‘এটা পেশাদার জগৎ। এখানে অনেক দুঃখের মুহূর্তের মুখোমুখি তোমাকে হতে হবে। যখন তুমি এভাবে আউট হবে, তখন মনে করতে হবে যে এটাই তোমার শেষ ইনিংস। তোমার মতো ঘটনা আমার সঙ্গেও ঘটেছিল। ড্রেসিংরুমে গিয়ে আমি আস্তে করে ওয়াশরুমে জেতাম। ওয়াশরুমে গিয়ে কেঁদে আসতাম। এই অনুভূতি তেমন একটা সুখকর না।’
১ মার্চ ইন্দোরে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। এই টেস্টে রাহুলের বিকল্প হিসেবে শুভমন গিলকে চান কার্তিক। গিল গতমাসে আইসিসির মাসসেরা খেলোয়াড় হয়েছিলেন। তৃতীয় টেস্টে ভারতের একাদশ নিয়ে কার্তিক বলেন, ‘রাহুলের বিকল্প হিসেবে আমি শুভমন গিলকে চাচ্ছি। সে দারুণ ব্যাটিং করেছে। তৃতীয় টেস্টে ভারতের একাদশে শুধু একটা পরিবর্তন আসা উচিত। রাহুলের জন্য খারাপ লাগছে। সে খুবই চাপে আছে।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৯ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে