Ajker Patrika

পন্টিংয়ের প্রশংসা পেয়ে ‘ধন্য’ মনে করছেন বাবর

পন্টিংয়ের প্রশংসা পেয়ে ‘ধন্য’ মনে করছেন বাবর

রানের ফুলঝুরি ছোটানো অভ্যাস বানিয়ে ফেলেছেন বাবর আজম। দুর্দান্ত পারফরম্যান্স করে কিংবদন্তিদের প্রশংসায় ভাসছেন বাবর। কদিন আগে বাবরের প্রশংসা করেছেন রিকি পন্টিং। পন্টিংয়ের প্রশংসা পেয়ে নিজেকে ধন্য মনে করছেন পাকিস্তানি অধিনায়ক। 

২০২২ সাল স্বপ্নের মতো কাটিয়েছেন বাবর আজম। তিন সংস্করণ মিলে ৪৪ ম্যাচে ৫২ ইনিংস ব্যাটিং করেছেন। ৮ সেঞ্চুরিতে ৫৪.১২ গড়ে ২৫৯৮ রান করেছিলেন বাবর। টানা ৯ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করার রেকর্ড গড়েন পাকিস্তানি অধিনায়ক। যার মধ্যে রয়েছে ওয়ানডেতে হ্যাটট্রিক সেঞ্চুরি। বছরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবারের মতো স্যার গারফিল্ড সবার্স ট্রফি জিতেছেন এবং টানা দ্বিতীয়বার আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন পাকিস্তানি অধিনায়ক। সবার্স ট্রফি জেতার পর বাবরের প্রশংসা করে আইসিসির এক অনুষ্ঠানে পন্টিং বলেছিলেন, ‘বাবর গত তিন-চার বছরে অনেক উন্নতি করেছে।’ 

পন্টিংয়ের প্রশংসা পেয়ে সম্মানিত বোধ করছেন বাবর। আইসিসি ডিজিটাল ইনসাইডারে পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘যখন এমন একজন কিংবদন্তি ক্রিকেটার আপনার প্রশংসা করে, তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি তখন ভাবদে থাকেন যে, এমন বড় মাপের খেলোয়াড় আপনাকে নিয়ে কথা বলছেন।’ 

২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত ৮ বছরের ক্যারিয়ারে অনেক রেকর্ড গড়েছেন বাবর। ওয়ানডেতে দুইবার হ্যাটট্রিক সেঞ্চুরি করেছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩৬০ রান করে যৌথভাবে শীর্ষে আছেন পাকিস্তানি অধিনায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বাংলাদেশ-নেপাল ফুটবল ম্যাচ কোথায় দেখবেন

ক্রীড়া ডেস্ক    
রাতে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ছবি: বাফুফে
রাতে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ছবি: বাফুফে

প্রীতি ফুটবল ম্যাচে আজ রাতে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রীতি ম্যাচটা এক অর্থে গুরুত্বপূর্ণ হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের জন্য। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সেরা কম্বিনেশনের জন্য নেপাল ম্যাচের দিকে তাকিয়ে থাকবেন হাভিয়ের কাবরেরা। ইতোমধ্যে এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে বিদায় নিলেও ভারতের বিপক্ষে ম্যাচকে গুরুত্বের সঙ্গেই দেখছে বাংলাদেশ। নেপাল-বাংলাদেশ লড়াই ছাড়াও আজ মাঠে গড়াবে আরও বেশকিছু ম্যাচ। একনজরে দেখে নেওয়া যাক আজকের টিভি সূচি।

আজকের খেলা

ক্রিকেট

সিলেট টেস্ট: তৃতীয় দিন

বাংলাদেশ-আয়ারল্যান্ড

সকাল ৯টা ৩০ মিনিট, সরাসরি

টি স্পোর্টস

দ্বিতীয় ওয়ানডে

পাকিস্তান-শ্রীলঙ্কা

বিকেল ৩টা ৩০ মিনিট, সরাসরি

টি স্পোর্টস, পিটিভি স্পোর্টস

ফুটবল

প্রীতি ম্যাচ

বাংলাদেশ-নেপাল

রাত ৮টা, সরাসরি

টি স্পোর্টস

হকি

অনূর্ধ্ব-২১ প্লে-অফ সিরিজ

বাংলাদেশ-পাকিস্তান

বেলা ২টা, সরাসরি

বিটিভি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

হামজাকে পেয়ে নেপালও রোমাঞ্চিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে অনুশীলনে নেপাল ফুটবল দল। ছবি: বাফুফে
বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে অনুশীলনে নেপাল ফুটবল দল। ছবি: বাফুফে

হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের সমর্থকদের জন্য আবেগের নাম হয়ে দাঁড়িয়েছেন। তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়াতেও। গত সেপ্টেম্বরে প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়েছিল বাংলাদেশ দল। সেখানে হামজাকে দেখতে মুখিয়ে ছিলেন নেপালিরা। যদিও চোটের কারণে সেই সফরে যাননি হামজা।

এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের আগে কাল ঘরের মাঠে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। নেপাল অধিনায়ক কিরণ লিম্বুরও হামজার সঙ্গে মাঠ ভাগাভাগি করে নেওয়ার ইচ্ছা পূরণ হচ্ছে।

আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কিরণ বলেন, ‘হ্যাঁ। আমার নিজেও চেয়েছিলাম যে সে নেপালে সেই ম্যাচে খেলুক, কিন্তু দুর্ভাগ্যবশত সে খেলতে পারেনি।এখন আমরা তাকে এখানে দেখছি, আর আমরা ঢাকায় আছি। আমি এবং আমার পুরো দল তার সঙ্গে খেলতে রোমাঞ্চিত। সমস্ত নেপালিরা সেই খবর এবং হামজা সম্পর্কে সবকিছু অনুসরণ করছে। সমস্ত নেপালি ফুটবল ভক্তরা সত্যিই তাকে আগামীকালের ম্যাচে দেখার জন্য খুব রোমাঞ্চিত। আমি বিশ্বাস করি যে এটি একটি মজাদার এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হতে চলেছে। অবশ্যই, ও এই সুন্দর খেলাটি এত বড় নামের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমিও খুশি।’

হামজা থাকলেও ভয় পাচ্ছেন না নেপাল কোচ হরি খড়কা। তিনি বলেন, ‘বাংলাদেশ-নেপাল ম্যাচ সব সময় চ্যালেঞ্জিং। এখন হামজা ও অন্যান্য খেলোয়াড় যোগ হয়েছে, তো বাংলাদেশ পূর্ণাঙ্গ একটা দল। তবে আমরা তাদের নিয়ে ভীত নই। কেননা, ফুটবল একটা দলীয় খেলা। এখানে ব্যক্তিগত নৈপুণ্যের মূল্য আছে, কিন্তু দিন শেষে এটা দলীয় খেলা। আমরা আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কোচের যোগ্যতা নিয়ে উত্তর দিতে হচ্ছে অধিনায়ক জামালকে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সমালোচনার মুখে কোচ হাভিয়ের কাবরেরা, পাশে বসা অধিনায়ক জামাল ভুঁইয়া। ছবি: আজকের পত্রিকা
সমালোচনার মুখে কোচ হাভিয়ের কাবরেরা, পাশে বসা অধিনায়ক জামাল ভুঁইয়া। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ দলে এখন আছেন হামজা চৌধুরীর মতো খেলোয়াড়। শমিত শোম, ফাহামিদুল ইসলাম, জায়ান আহমেদ, কাজেম শাহদের বাংলাদেশ দল এখন প্রবাসীদের ছোটখাটো এক মেলা। তবু কোচ হাভিয়ের কাবরেরা বড় দলের বিপক্ষে তাঁর রণকৌশলে জয়ের ছক আঁকতে পারছেন না। নিজের যোগ্যতাকে তাই প্রশ্নবিদ্ধ করছেন তিনি।

সেই প্রশ্নের উত্তর দিতে হলো অধিনায়ক জামাল ভূঁইয়াকে। বাংলাদেশ দলে প্রবাসীদের এই দুয়ার যে তিনিই প্রথম খুলে দেন। অধিনায়ক হলেও তাঁর সুযোগ মেলে না শুরুর একাদশে। তা নিয়ে হতাশার অবশ্য শেষ নেই। তবু মেনে নেন কোচের সিদ্ধান্ত। জামাল নিজেও এএফসি ডিপ্লোমা এ লাইসেন্সধারী কোচ। তাঁর চোখে কাবরেরা কেমন যোগ্য হামজা-শমিতদের সামলানোর জন্য। সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তর খানিকটা এড়িয়েই যেতে চাইলেন বাংলাদেশ অধিনায়ক। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে জামাল বলেন, ​‘আসলে এটা আমার সিদ্ধান্ত না। এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, যারা বাফুফেতে চালায় তাদের সিদ্ধান্ত। আমি খেলোয়াড়, খেলোয়াড়ের মতো থাকব।’

কাবরেরা বরাবরই সমালোচিত সমর্থকদের কাছে। কেউ কেউ তাঁর অধীনে বাংলাদেশের ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেন। কাবরেরার জবাব, ‘আমি শুনেছি ৪ মিনিটেই ভারত ম্যাচের টিকিট বিক্রি হয়েছে (হাসি)। সমালোচনা থাকা স্বাভাবিক, আমি তা মেনে নিচ্ছি—এটাই আমার অবস্থান। কিন্তু আমি বিশ্বাস করি, সবাই দলটার পাশে আছে। কালকের ম্যাচ আমাদের সুযোগ, যাতে সবাই আবার বিশ্বাস পায় যে ভারতকে হারানো সম্ভব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বল ছুড়ে মারায় নাহিদ রানাকে আইসিসির শাস্তি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ২০: ৪৩
অযথাই বল ছুড়ে মেরে আইসিসির শাস্ত পেলেন নাহিদ রানা। ছবি: বিসিবি
অযথাই বল ছুড়ে মেরে আইসিসির শাস্ত পেলেন নাহিদ রানা। ছবি: বিসিবি

আইরিশ ক্রিকেটার ক্যাড কারমাইকেলের দিকে অযথাই বল ছুড়ে মেরেছিলেন। সিলেটের টেস্টের প্রথম দিনের এই ঘটনার জন্য আইসিসির শাস্তি পেতে হলো নাহিদ রানাকে। তাঁর ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, আচরণবিধির লেভেল–১ এর আচরণবিধির ২.৯ ধারা লঙ্ঘন করেছেন নাহিদ রানা। যে নিয়মে বলা হয়েছে, ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড় প্রতিপক্ষ কারও দিকে বা কাছাকাছি বল ছুড়ে মারতে পারবেন না অথবা তাঁর দিকে কোনো ক্রিকেটসামগ্রী বিপজ্জনকভাবে ফেলতে পারবেন না। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও ২টি ডিমেরিট পয়েন্ট।

সিলেট টেস্টের প্রথম দিনে ঘটে ঘটনাটি। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের ২৭তম ওভারে। বল ধরার পর ফলো থ্রুর সময় নাহিদ অযথাই বল ছুড়ে মারেন কারমাইকেলের দিকে। বল ব্যাটারের প্যাডে লাগে। তখন তিনি ক্রিজের ভেতরেই ছিলেন।

এ ঘটনায় মাঠের দুই আম্পায়ার স্যাম নোগাইস্কি ও এহসান রাজা, টিভি আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে নাহিদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন। ম্যাচ রেফারি অভিযোগ আমলে নিয়ে ম্যাচ ফির ২৫ শতাংশ কর্তন ও একটি ডিমেরিট পয়েন্টের শাস্তি দেন।

নাহিদ রানা নিজের দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত