সোহানরা সাকিবকে পাচ্ছেন কাল
লম্বা যাত্রা শেষে গতকাল স্থানীয় সময় সকালে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল। ভ্রমণক্লান্তি সারতে গতকাল হোটেলে বিশ্রামেই ছিল পুরো দল। দলীয় সূত্রে জানা গেল, বাংলাদেশ এবার উঠেছে ক্রাইস্টচার্চের হোটেল ডিস্টিংশনে। গাড়িতে হেগলি ওভাল থেকে টিম হোটেলের দূরত্ব সাকল্যে ৫ মিনিট।