Ajker Patrika

ভারত-পাকিস্তান এক ঘণ্টার ব্যবধানে পেল তিক্ত স্বাদ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১১: ৩১
ভারত-পাকিস্তান এক ঘণ্টার ব্যবধানে পেল তিক্ত স্বাদ

কাকতালীয় কি না, ভাবতে হবে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল তো আর হরহামেশা চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে একই রাতে হেরে বসে না! কালকের রাতটা ছিল সেরকমই কিছু।

আলাদা ম্যাচে ভারত ও পাকিস্তান হেরেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে। সেটাও এক ঘণ্টার ব্যবধানে! ম্যাচ দুটি শুরুও হয়েছে এক ঘণ্টার ব্যবধানে। নয়তো একই সময়ে হারের স্বাদ পেতে হতো রোহিত শর্মা ও বাবর আজমের দলকে। 

এশিয়া কাপের হতাশা ভুলে গতকালই প্রথমবার মাঠে নেমেছে ভারত ও পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা নিজেদের ঘর থেকেই শুরু করার সুযোগ পেয়েছে তারা। কিন্তু দিনটা শেষ হয়েছে হতাশা দিয়ে। 

মোহালিতে ভারতের গড়া ২০৮ রানের পাহাড় অস্ট্রেলিয়া টপকে গেছে চার বল আর সমানসংখ্যক উইকেট হাতে রেখে। এটি অজিদের দ্বিতীয় সর্বোচ্চ লক্ষ্য তাড়া করে জয়। 

আর করাচিতে ইংল্যান্ড পাকিস্তানকে হারিয়েছে ৬ উইকেটে। তিন বছর পর দলে ফিরেই ফিফটির দেখা পেয়েছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। তবে অভিষেকে ৩ উইকেট নেওয়া লুক উড হয়েছেন ম্যাচ-সেরা। 

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ভারত ও পাকিস্তান দুদলই ১-০ ব্যবধানে পিছিয়ে। 

ভারত-অস্ট্রেলিয়া (সংক্ষিপ্ত স্কোর) 

ভারত 
২০ ওভারে ২০৮/৬ 
হার্দিক ৭১ *, রাহুল ৫৫ 
এলিস ৩/৩০, হ্যাজলউড ২/৩৯ 

অস্ট্রেলিয়া 
১৯.২ ওভারে ২১১/৬ 
গ্রিন ৬১, ওয়েড ৪৫ *
অক্ষর ৩/১৭, উমেশ ২/২৭ 

ফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী 
ম্যাচসেরা: ক্যামেরন গ্রিন

পাকিস্তান-ইংল্যান্ড (সংক্ষিপ্ত স্কোর) 

পাকিস্তান 
২০ ওভারে ১৫৮/৭ 
রিজওয়ান ৬৮, বাবর ৩১ 
উড ৩/২৪, আদিল  ২/২৭ 

ইংল্যান্ড
 ১৯.২ ওভারে ১৬০ /৪ 
হেলস ৫৩, ব্রুক ৪২ *
কাদির ২/৩৬, হারিস ১/২৩ 

ফল: ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী
ম্যাচ-সেরা: লুক উড

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত