কাকতালীয় কি না, ভাবতে হবে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল তো আর হরহামেশা চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে একই রাতে হেরে বসে না! কালকের রাতটা ছিল সেরকমই কিছু।
আলাদা ম্যাচে ভারত ও পাকিস্তান হেরেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে। সেটাও এক ঘণ্টার ব্যবধানে! ম্যাচ দুটি শুরুও হয়েছে এক ঘণ্টার ব্যবধানে। নয়তো একই সময়ে হারের স্বাদ পেতে হতো রোহিত শর্মা ও বাবর আজমের দলকে।
এশিয়া কাপের হতাশা ভুলে গতকালই প্রথমবার মাঠে নেমেছে ভারত ও পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা নিজেদের ঘর থেকেই শুরু করার সুযোগ পেয়েছে তারা। কিন্তু দিনটা শেষ হয়েছে হতাশা দিয়ে।
মোহালিতে ভারতের গড়া ২০৮ রানের পাহাড় অস্ট্রেলিয়া টপকে গেছে চার বল আর সমানসংখ্যক উইকেট হাতে রেখে। এটি অজিদের দ্বিতীয় সর্বোচ্চ লক্ষ্য তাড়া করে জয়।
আর করাচিতে ইংল্যান্ড পাকিস্তানকে হারিয়েছে ৬ উইকেটে। তিন বছর পর দলে ফিরেই ফিফটির দেখা পেয়েছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। তবে অভিষেকে ৩ উইকেট নেওয়া লুক উড হয়েছেন ম্যাচ-সেরা।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ভারত ও পাকিস্তান দুদলই ১-০ ব্যবধানে পিছিয়ে।
ভারত-অস্ট্রেলিয়া (সংক্ষিপ্ত স্কোর)
ভারত
২০ ওভারে ২০৮/৬
হার্দিক ৭১ *, রাহুল ৫৫
এলিস ৩/৩০, হ্যাজলউড ২/৩৯
অস্ট্রেলিয়া
১৯.২ ওভারে ২১১/৬
গ্রিন ৬১, ওয়েড ৪৫ *
অক্ষর ৩/১৭, উমেশ ২/২৭
ফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ক্যামেরন গ্রিন
পাকিস্তান-ইংল্যান্ড (সংক্ষিপ্ত স্কোর)
পাকিস্তান
২০ ওভারে ১৫৮/৭
রিজওয়ান ৬৮, বাবর ৩১
উড ৩/২৪, আদিল ২/২৭
ইংল্যান্ড
১৯.২ ওভারে ১৬০ /৪
হেলস ৫৩, ব্রুক ৪২ *
কাদির ২/৩৬, হারিস ১/২৩
ফল: ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী
ম্যাচ-সেরা: লুক উড
কাকতালীয় কি না, ভাবতে হবে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল তো আর হরহামেশা চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে একই রাতে হেরে বসে না! কালকের রাতটা ছিল সেরকমই কিছু।
আলাদা ম্যাচে ভারত ও পাকিস্তান হেরেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে। সেটাও এক ঘণ্টার ব্যবধানে! ম্যাচ দুটি শুরুও হয়েছে এক ঘণ্টার ব্যবধানে। নয়তো একই সময়ে হারের স্বাদ পেতে হতো রোহিত শর্মা ও বাবর আজমের দলকে।
এশিয়া কাপের হতাশা ভুলে গতকালই প্রথমবার মাঠে নেমেছে ভারত ও পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা নিজেদের ঘর থেকেই শুরু করার সুযোগ পেয়েছে তারা। কিন্তু দিনটা শেষ হয়েছে হতাশা দিয়ে।
মোহালিতে ভারতের গড়া ২০৮ রানের পাহাড় অস্ট্রেলিয়া টপকে গেছে চার বল আর সমানসংখ্যক উইকেট হাতে রেখে। এটি অজিদের দ্বিতীয় সর্বোচ্চ লক্ষ্য তাড়া করে জয়।
আর করাচিতে ইংল্যান্ড পাকিস্তানকে হারিয়েছে ৬ উইকেটে। তিন বছর পর দলে ফিরেই ফিফটির দেখা পেয়েছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। তবে অভিষেকে ৩ উইকেট নেওয়া লুক উড হয়েছেন ম্যাচ-সেরা।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ভারত ও পাকিস্তান দুদলই ১-০ ব্যবধানে পিছিয়ে।
ভারত-অস্ট্রেলিয়া (সংক্ষিপ্ত স্কোর)
ভারত
২০ ওভারে ২০৮/৬
হার্দিক ৭১ *, রাহুল ৫৫
এলিস ৩/৩০, হ্যাজলউড ২/৩৯
অস্ট্রেলিয়া
১৯.২ ওভারে ২১১/৬
গ্রিন ৬১, ওয়েড ৪৫ *
অক্ষর ৩/১৭, উমেশ ২/২৭
ফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ক্যামেরন গ্রিন
পাকিস্তান-ইংল্যান্ড (সংক্ষিপ্ত স্কোর)
পাকিস্তান
২০ ওভারে ১৫৮/৭
রিজওয়ান ৬৮, বাবর ৩১
উড ৩/২৪, আদিল ২/২৭
ইংল্যান্ড
১৯.২ ওভারে ১৬০ /৪
হেলস ৫৩, ব্রুক ৪২ *
কাদির ২/৩৬, হারিস ১/২৩
ফল: ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী
ম্যাচ-সেরা: লুক উড
শেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
২২ মিনিট আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
১৪ ঘণ্টা আগে