Ajker Patrika

সোহানরা সাকিবকে পাচ্ছেন কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সোহানরা সাকিবকে পাচ্ছেন কাল

লম্বা যাত্রা শেষে গতকাল স্থানীয় সময় সকালে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল। ভ্রমণক্লান্তি সারতে গতকাল হোটেলে বিশ্রামেই ছিল পুরো দল। দলীয় সূত্রে জানা গেল, বাংলাদেশ এবার উঠেছে ক্রাইস্টচার্চের হোটেল ডিস্টিংশনে। গাড়িতে হেগলি ওভাল থেকে টিম হোটেলের দূরত্ব সাকল্যে ৫ মিনিট।

নিউজিল্যান্ডে পৌঁছে বাংলাদেশ দল অপেক্ষায় ছিল নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের। এশিয়া কাপের পর দল মিরপুর ও দুবাইয়ে বিশেষ প্রস্তুতি ক্যাম্প করেছে। এর মধ্যে আরব আমিরাতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছে। তবে এ সময় সাকিবকে পায়নি বাংলাদেশ। বাঁহাতি অলরাউন্ডার বসেও ছিলেন না, তিনি ব্যস্ত ছিলেন ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) নিয়ে। সিপিএলে তাঁর দল গায়ানার দৌড় শেষ চারে থেমে যাওয়ায় সাকিবের গন্তব্য এখন নিউজিল্যান্ড। দলীয় সূত্রে জানা গেছে, অধিনায়ককে বাংলাদেশ পাচ্ছে আগামীকাল।

সাকিবকে পেতে আরও এক দিন অপেক্ষা করতে হলেও বাংলাদেশের অনুশীলনে নেমে পড়ার কথা আজই। সাকিবের মতো এখনো নিউজিল্যান্ডে পৌঁছেনি নিউজিল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের আরেকটি দল পাকিস্তান। গত রাতে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের অলিখিত ‘ফাইনাল’ খেলেই ক্রাইস্টচার্চের ফ্লাইট ধরার কথা বাবর আজমদের।

৭ অক্টোবর ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়ে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। সিরিজের অন্য দল স্বাগতিক নিউজিল্যান্ড। এ মাসে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ত্রিদেশীয় সিরিজ দিয়ে চূড়ান্ত প্রস্তুতি সারবে এই তিন দল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত