Ajker Patrika

বিমান ধরতে না পারায় বিশ্বকাপ দল থেকে বাদ হেটমায়ার

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১৩: ০৪
বিমান ধরতে না পারায় বিশ্বকাপ দল থেকে বাদ হেটমায়ার

চোটে পড়া, অসুস্থতার কারণে দল থেকে বাদ পড়ার কথা প্রায়ই শোনা যায়। তবে এবার এক অদ্ভুত কারণে দল থেকে বাদ পড়লেন শিমরন হেটমেয়ার। বিমান ধরতে না পারায় টি-টোয়েন্টি সিরিজ ও বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাওয়া দল থেকে বাদ পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটার। হেটমেয়ারের পরিবর্তে দলে ডাক পেয়েছেন শামার ব্রুকস। 

অবশ্য ক্যারিবীয়দের অস্ট্রেলিয়ার বিমান ধরার কথা ছিল ১ অক্টোবর। ব্যক্তিগত কারণে তিনি ফ্লাইটের তারিখ পেছানোর অনুরোধ করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) তাঁর নতুন ফ্লাইটের সূচি ঠিক করেছিলেন ৩ অক্টোবর। এবার তাও মিস করলেন এই বাঁহাতি ব্যাটার। বাদ পড়লেন দল থেকেও। হেটমেয়ারের বাদ পড়ার ব্যাপারটি জানিয়েছেন সিডব্লুআইয়ের ডিরেক্টর অব ক্রিকেট জিমি অ্যাডামস। 

উইন্ডিজের ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, সিডব্লিউআইয়ের নির্বাচক প্যানেল আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু শিমরন হেটমেয়ার অস্ট্রেলিয়ায় যাওয়ার নতুন ফ্লাইট ধরতে পারেননি। বিমানের সূচি তাঁর অনুরোধেই ১ অক্টোবর পরিবর্তন করা হয়েছে। বিমানের টিকিট পাওয়ার চ্যালেঞ্জের কথা বিবেচনা করেই সোমবার ৩ অক্টোবর তার জন্য একটা সিট ঠিক করা হয়েছিল। আজ সকালে হেটমেয়ার ডিরেক্টর অব ক্রিকেটকে নিশ্চিত করেছেন যে নিউইয়র্কের বিমান ধরার জন্য তিনি যথাসময়ে বিমানবন্দরে যেতে পারবেন না। 

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ায় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ৫ অক্টোবর কুইন্সল্যান্ডের ক্যারারা ওভালে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ৭ অক্টোবর গ্যাবায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলবে দুই দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে ক্যারিবীয়রা প্রথম মাঠে নামবে ১৭ অক্টোবর, স্কটল্যান্ডের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত