দুঃসময় পিছু ছাড়ছে না শ্রীলঙ্কার। বিশ্বকাপ শুরুর দিন দলটি হারিয়েছে বাঁ-হাতি পেসার দিলশান মাদুশঙ্কাকে। সেদিনই আবার নামিবিয়ার কাছে ৫৫ রানে ম্যাচ হেরে বড় ধাক্কাও খেয়েছে এশিয়ার চ্যাম্পিয়নরা। আর আজ হারালেন আরেক পেসার দুষ্মন্ত চামিরাকে। পায়ের মাংসপেশির চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই পেসার।
সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে সর্বশেষ ম্যাচে চোট পেয়েছিলেন চামিরা। সেদিন প্রতিপক্ষের বিপক্ষে জেতা ম্যাচে দুর্দান্ত বল করেছিলেন তিনি। ৩ ওভার ৫ বলে ১৫ রানে ৩ উইকেট নিয়েছিলেন এই পেসার। তবে বোলিং কোটার শেষ বলটা করতে পারেননি মাংসপেশিতে টান পাওয়ায়। সেদিন জানা গিয়েছিল, পরের ম্যাচে লঙ্কানরা পাবে না তাঁকে।
আজ জানা গেল, শুধু নেদারল্যান্ডসের বিপক্ষেই নয়, বিশ্বকাপ থেকেই একেবারে ছিটকে গেছেন চামিরা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা জাতীয় দলের মেডিকেল উপদেষ্টা কমিটির প্রধান অর্জুনা ডি সিলভা। তিনি বলেছেন, ‘সে নিশ্চিতভাবেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। গোড়ালির অস্ত্রোপচারের পর সে বিরতি নিতে পারে, যা তার প্রয়োজন। তার আগের চোট ছিল গোড়ালির সামনের অংশে। এবার মাংসপেশিতে টান পেয়েছে। এটা গ্রেড-২ পর্যায়ে ছিঁড়ে গেছে।’
আগামীকাল গিলংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কা। টুর্নামেন্টে এভাবে একের পর এক ক্রিকেটার হারানো দলের জন্য বড় ধাক্কার। এ ছাড়া আরও জানা গেছে, বেশ কয়েকজন ক্রিকেটারের ছোট ছোট চোট রয়েছে। ফলে টিকে থাকার ম্যাচে সেরা একাদশ নামানো নিয়ে দেখা দিয়েছে দলটিতে অনিশ্চয়তা।
একাদশ সাজানো নিয়ে দলটির অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, ‘তিনজন স্ট্যান্ডবাই ক্রিকেটার আছেন। কিন্তু জানি না, তাঁরা কবে দলের সঙ্গে যোগ দেবেন। পরের ম্যাচ (নেদারল্যান্ডস) চালিয়ে নেওয়া যাবে, কিন্তু টুর্নামেন্টে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের আরও কিছু বোলার প্রয়োজন আছে। কত জন লাগবে তা ঠিক হয়নি। তবে নিশ্চিতভাবেই, দু-তিনজন পেসার লাগবে।’
দুঃসময় পিছু ছাড়ছে না শ্রীলঙ্কার। বিশ্বকাপ শুরুর দিন দলটি হারিয়েছে বাঁ-হাতি পেসার দিলশান মাদুশঙ্কাকে। সেদিনই আবার নামিবিয়ার কাছে ৫৫ রানে ম্যাচ হেরে বড় ধাক্কাও খেয়েছে এশিয়ার চ্যাম্পিয়নরা। আর আজ হারালেন আরেক পেসার দুষ্মন্ত চামিরাকে। পায়ের মাংসপেশির চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই পেসার।
সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে সর্বশেষ ম্যাচে চোট পেয়েছিলেন চামিরা। সেদিন প্রতিপক্ষের বিপক্ষে জেতা ম্যাচে দুর্দান্ত বল করেছিলেন তিনি। ৩ ওভার ৫ বলে ১৫ রানে ৩ উইকেট নিয়েছিলেন এই পেসার। তবে বোলিং কোটার শেষ বলটা করতে পারেননি মাংসপেশিতে টান পাওয়ায়। সেদিন জানা গিয়েছিল, পরের ম্যাচে লঙ্কানরা পাবে না তাঁকে।
আজ জানা গেল, শুধু নেদারল্যান্ডসের বিপক্ষেই নয়, বিশ্বকাপ থেকেই একেবারে ছিটকে গেছেন চামিরা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা জাতীয় দলের মেডিকেল উপদেষ্টা কমিটির প্রধান অর্জুনা ডি সিলভা। তিনি বলেছেন, ‘সে নিশ্চিতভাবেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। গোড়ালির অস্ত্রোপচারের পর সে বিরতি নিতে পারে, যা তার প্রয়োজন। তার আগের চোট ছিল গোড়ালির সামনের অংশে। এবার মাংসপেশিতে টান পেয়েছে। এটা গ্রেড-২ পর্যায়ে ছিঁড়ে গেছে।’
আগামীকাল গিলংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কা। টুর্নামেন্টে এভাবে একের পর এক ক্রিকেটার হারানো দলের জন্য বড় ধাক্কার। এ ছাড়া আরও জানা গেছে, বেশ কয়েকজন ক্রিকেটারের ছোট ছোট চোট রয়েছে। ফলে টিকে থাকার ম্যাচে সেরা একাদশ নামানো নিয়ে দেখা দিয়েছে দলটিতে অনিশ্চয়তা।
একাদশ সাজানো নিয়ে দলটির অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, ‘তিনজন স্ট্যান্ডবাই ক্রিকেটার আছেন। কিন্তু জানি না, তাঁরা কবে দলের সঙ্গে যোগ দেবেন। পরের ম্যাচ (নেদারল্যান্ডস) চালিয়ে নেওয়া যাবে, কিন্তু টুর্নামেন্টে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের আরও কিছু বোলার প্রয়োজন আছে। কত জন লাগবে তা ঠিক হয়নি। তবে নিশ্চিতভাবেই, দু-তিনজন পেসার লাগবে।’
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
২ মিনিট আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছেন পাঁচ বছর আগে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁকে শুধু দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই (আইপিএল)। খেলোয়াড়ি জীবনে শিরোপা, রেকর্ড—কোনো কিছুরই তো অভাব নেই তাঁর। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির এবার একটি রেকর্ড ভাঙলেন কুইন্টন ডি কক।
৩ ঘণ্টা আগেনারীদের বয়সভিত্তিক বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে সাথিরা জাকির জেসির। এশিয়া কাপ, আইসিসি ইভেন্টে সবশেষ দুই বছর আম্পায়ারিং করেছেন। এবার তিনি আম্পায়ার হিসেবে কাজ করবেন আইসিসির মূল ইভেন্টেও।
৪ ঘণ্টা আগে