Ajker Patrika

অঘটন ঘটানো নামিবিয়াই বাদ, বাংলাদেশ পাচ্ছে ডাচদের

অঘটন ঘটানো নামিবিয়াই বাদ, বাংলাদেশ পাচ্ছে ডাচদের

এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল নামিবিয়া। আর সেই নামিবিয়াই উঠতে পারল না সুপার টুয়েলভে। গিলংয়ে আজ পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে নামিবিয়াকে ৭ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তাতে কপাল খুলেছে নেদারল্যান্ডসের। ‘বি’ গ্রুপ রানার্সআপ হিসেবে সুপার টুয়েলভে উঠল ডাচরা। সুপার টুয়েলভে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ডাচদের।

১৪৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নামিবিয়া। ১২.৪ ওভারে ৬৯ রান তুলতেই ৭ উইকেট হারায় নামিবিয়া। এরপরই অষ্টম উইকেট জুটিতে প্রতিরোধ গড়া শুরু করেন ডেভিড ভিসে এবং রুবেন ট্রাম্পলম্যান। এই জুটি অবশ্য ভেঙে যাওয়ার সুযোগ তৈরী হয়েছিল। ১৭ তম ওভারের শেষ বলে ভিসেকে কট এন্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করেছেন মুহাম্মদ ওয়াসিম। জীবন পেয়ে ফিফটি তুলে নিয়েছেন ভিসে। ভিসে যতক্ষণ উইকেটে ছিলেন নামিবিয়ার আশাও বেঁচে ছিল। শেষ ওভারের চতুর্থ বলে ভিসেকে তুলে নেন ওয়াসিম। ৭০ রানের জুটি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে নামিবিয়ার আশাও শেষ হয়ে যায়। ২০ ওভারে ৮ উইকেটে নামিবিয়া করে ১৪১ রান।

ম্যাচসেরা হয়েছেন মুহাম্মদ ওয়াসিম। ৪১ বলে ৫০ রান করেছেন এবং ২ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। একমাত্র উইকেটটি ভিসের গুরুত্বপূর্ণ উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের  সিদ্ধান্ত নেন সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক  চুনদাঙ্গাপোয়িল রিজওয়ান। নির্ধারিত ২০ ওভারে তারা করে ৩ উইকেটে ১৪৮ রান। ইনিংস সর্বোচ্চ  ৪১ বলে ৫০ রান করেন মুহাম্মদ ওয়াসিম। আমিরাত অধিনায়ক   রিজওয়ান ২৯ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুটিং স্পটে মডেলকে দলবদ্ধ ধর্ষণ, পরিচালকসহ ৩ জনের নামে মামলা

যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন সোহেল তাজ, ফিরিয়ে দেওয়া হয়েছে বিমানবন্দর থেকে

মামুনের কথা অসংগতিপূর্ণ, আরও জিজ্ঞাসাবাদ করা হবে: পুলিশ

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ‘ভিত্তিহীন’: প্রেস সচিব

ইসরায়েলের সতর্কবার্তা উপেক্ষা করে আন্তর্জাতিক জলসীমায় গাজা অভিমুখী ৫০ নৌযান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত