সুপার টুয়েলভের খেলা শুরুর আগেই জমে গেছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিদিনই রং বদলাচ্ছে পয়েন্ট টেবিল। কোন চার দল সুপার টুয়েলভে উঠবে তা অনুমান করা কঠিন। হোবার্টে আজ জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে ‘বি’ গ্রুপের সমীকরণ একটু জটিলই হয়েছে। কেননা এই গ্রুপের চার দল ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড-চারটা দলেরই পয়েন্ট এখন ২।
১৫৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তুলতে থাকে জিম্বাবুয়ে। দুই ওপেনার ওয়েসলি মাধেভেরে-রেজিস চাকাভার ঝড়ো ব্যাটিংয়ে ২.১ ওভারে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ২৯ রান। কিন্তু এরপরই খেই হারাতে থাকে জিম্বাবুয়ে। ৩৫ রানের ব্যবধানে জিম্বাবুয়ে হারায় ৫ উইকেট। তার মধ্যে সিকান্দার রাজার উইকেটও ছিল। ৮ বলে ১৪ রান করা রাজা বিদায় নিলে ৭.২ ওভারে জিম্বাবুয়ের স্কোর হয় ৫ উইকেটে ৬৪ রান।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো জিম্বাবুয়ে ১৮.২ ওভারে অলআউট হয় ১২২ রানে। জিম্বাবুইয়ান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৯ রানের ইনিংসটি খেলেছেন লুক জঙ্গুয়ে। উইন্ডিজ বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন আলজারি জোসেফ। ৪ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। তাতে ম্যাচসেরা হয়েছেন ক্যারিবীয় এই পেসার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে উইন্ডিজরা করে ১৫৩ রান। ক্যারিবীয়দের মধ্যে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন জনসন চার্লস। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সিকান্দার রাজা।
সুপার টুয়েলভের খেলা শুরুর আগেই জমে গেছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিদিনই রং বদলাচ্ছে পয়েন্ট টেবিল। কোন চার দল সুপার টুয়েলভে উঠবে তা অনুমান করা কঠিন। হোবার্টে আজ জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে ‘বি’ গ্রুপের সমীকরণ একটু জটিলই হয়েছে। কেননা এই গ্রুপের চার দল ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড-চারটা দলেরই পয়েন্ট এখন ২।
১৫৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তুলতে থাকে জিম্বাবুয়ে। দুই ওপেনার ওয়েসলি মাধেভেরে-রেজিস চাকাভার ঝড়ো ব্যাটিংয়ে ২.১ ওভারে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ২৯ রান। কিন্তু এরপরই খেই হারাতে থাকে জিম্বাবুয়ে। ৩৫ রানের ব্যবধানে জিম্বাবুয়ে হারায় ৫ উইকেট। তার মধ্যে সিকান্দার রাজার উইকেটও ছিল। ৮ বলে ১৪ রান করা রাজা বিদায় নিলে ৭.২ ওভারে জিম্বাবুয়ের স্কোর হয় ৫ উইকেটে ৬৪ রান।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো জিম্বাবুয়ে ১৮.২ ওভারে অলআউট হয় ১২২ রানে। জিম্বাবুইয়ান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৯ রানের ইনিংসটি খেলেছেন লুক জঙ্গুয়ে। উইন্ডিজ বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন আলজারি জোসেফ। ৪ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। তাতে ম্যাচসেরা হয়েছেন ক্যারিবীয় এই পেসার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে উইন্ডিজরা করে ১৫৩ রান। ক্যারিবীয়দের মধ্যে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন জনসন চার্লস। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সিকান্দার রাজা।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৫ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৬ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৭ ঘণ্টা আগে