বাধা পেরোনোর চ্যালেঞ্জে বাংলাদেশ
ব্রিসবেন ক্রিকেট স্টেডিয়াম বা গ্যাবায় প্রথম পা রেখেই যেন মনে হবে মাঠ নয়, এ এক গোলকধাঁধা। মাঠে প্রবেশের রাস্তা কোনটি, ক্রিকেটাররা অনুশীলন করছেন কোথায়, প্রেসবক্স কোথায়, সংবাদ সম্মেলন হবে কোথায়– এত সব প্রশ্নের উত্তরে বিসিবির মিডিয়া ম্যানেজার ‘গোলকধাঁধা’ শব্দটাই ব্যবহার করলেন।