Ajker Patrika

আমরা সবাই নার্ভাস ছিলাম, বলছেন তাসকিন

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৪: ৩৫
আমরা সবাই নার্ভাস ছিলাম, বলছেন তাসকিন

ব্রিসবেনে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে শেষ বল পর্যন্ত ছিল  উত্তেজনা। বাংলাদেশ না জিম্বাবুয়ে—কে জিতবে, তা-ই যেন বুঝে ওঠা যাচ্ছিল না। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ৩ রানের জয় পায় বাংলাদেশ। এই ম্যাচে সবাই খুব নার্ভাস ছিলেন এমনটাই জানিয়েছেন তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ের জিততে শেষ বলে দরকার ছিল ৫ রান। এই বল নিয়েই হয় যত নাটকীয়তা।মোসাদ্দেক হোসেন সৈকতের বলে স্টাম্পিং হয়েছিলেন ব্লেসিং মুজারাবানি। তবে টিভি রিপ্লেতে দেখা যায়, স্টাম্পের আগে থেকে বল ধরেছিলেন নুরুল হাসান সোহান। এটাকে নো-বল ডাকেন আম্পায়াররা। শেষ বলটা তাই হয়ে যায়  ফ্রি-হিট। আর ফ্রি-হিট বলটা মোসাদ্দেক ডট দিলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করলেন তাসকিন। বাংলাদেশের এই পেসার বলেন, ‘আমরা সবাই নার্ভাস ছিলাম। এটা খুবই দারুণ ম্যাচ ছিল। আমাদের জন্য সহজ ছিল না।’

এবারের বিশ্বকাপে দুটি ম্যাচ জেতে বাংলাদেশ। আর দুটি ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তাসকিন। ব্রিসবেনে আজ ৪ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। একটা ওভার মেডেনও দিয়েছিলেন। নিজের প্রক্রিয়ায় ফোকাস রাখার ফলাফল পাচ্ছেন বলে জানিয়েছেন তাসকিন।

তাসকিনের সঙ্গে আরেক পেসার মোস্তাফিজুর রহমানও আজ নিয়েছেন ২ উইকেট। তাসকিন মনে করেন, একঝাঁক দুর্দান্ত ফাস্ট বোলার বাংলাদেশের আছেন। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড এবং সাপোর্টিং স্টাফকেও ধন্যবাদ জানালেন তাসকিন। বাংলাদেশের এই পেসার বলেন, ‘নিজের প্রক্রিয়ায় ফোকাস রাখছিলাম এবং এটাই তার ফলাফল। সবকিছু ভালোভাবেই হচ্ছে। আমাদের একঝাঁক দারুণ ফাস্ট বোলার আছে এবং উন্নতি করছে। অ্যালান ডোনাল্ড এবং অন্যান্য সাপোর্টিং স্টাফও সাহায্য করছেন। আশা করি, সামনে আমরা আরও উন্নতি করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত