Ajker Patrika

নাটকীয় শেষ বলে কী ভাবছিলেন সৈকত

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৭: ২৬
নাটকীয় শেষ বলে কী ভাবছিলেন সৈকত

প্রথমবারের মতো বিশ্বকাপে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ব্রিসবেনের গ্যাবার ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরা। এমন নাটকীয়তার ম্যাচে বাংলাদেশকে ৩ রানে জিতিয়েছেন শেষ ওভারে বোলিংয়ে আসা মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচের ফল নির্ধারণী ওভারটিতে স্বাভাবিকভাবেই চাপে থাকার কথা তাঁর। তবে সে সময় নাকি কোনো চাপ অনুভব করেননি এমনটি জানিয়েছেন তিনি। 

শেষ বল করার সময় কী ভাবছিলেন ম্যাচ শেষে তা জানিয়েছেন মোসাদ্দেক।

তিনি বলেছেন, ‘আমাদের জন্য অন্য রকম এক অভিজ্ঞতা ছিল। দ্বিতীয়বার মাঠে আসার পর আমরা স্নায়ুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম। মাঠে যা-ই হোক না কেন, আমাদের পরিকল্পনা অনুযায়ী বল করি। মেরে নিতে পারলে ঠিক আছে। এটা নিয়ে কোনো চিন্তা করিনি আমরা।’ 

ইনিংসের শেষ বলটা করার সময় সাকিবের সঙ্গে কী কথা হয়েছে সেটাও জানিয়েছেন মোসাদ্দেক। বাংলাদেশের এই অলরাউন্ডার বলেছেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে দুই রকম কথা হয়েছিল। ইয়র্কার করব নাকি লেন্থ বল করব। মাঠ ছোট হওয়ায় ইয়র্কারের ঝুঁকি নিইনি। কারণ লেন্থ মিস হলে ছক্কা খাওয়ার সম্ভাবনা ছিল। এ জন্য আমরা পরিকল্পনা করছিলাম যে, একটু ব্যাক অব লেন্থে, একটু জোরের ওপর করব, যেন মিস টাইমিং হওয়ার সম্ভাবনা থাকে।’ 

শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ১৬ রান। মোসাদ্দেক হোসেন বল করতে এসে দ্বিতীয় বলেই তুলে নিয়েছিলেন ব্রাড ইভান্সের উইকেট। তৃতীয় বলে লেগবাই থেকে জিম্বাবুয়ে পেয়েছিল ৪ রান। চতুর্থ বলে ছক্কা মেরেছিলেন এনগারাভা। পরের বলেই স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন এনগারাভা। তবে শেষ বলটি নিয়ে হয় নাটকীয়তা। ব্লেসিং মুজরাবানিকে স্টাম্পিং করলেও তা বাতিল হয়ে যায়। উইকেটের আগে ভুল করে বল ধরেছিলেন সোহান। শেষ বলে তখন জিম্বাবুয়ের দরকার ৪ রান। ওই বলটি ডট দিয়ে বাংলাদেশকে ৩ রানের জয় এনে দেন মোসাদ্দেক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত