Ajker Patrika

সাকিবের সতর্কতা মানেননি সোহান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৫: ৫৭
সাকিবের সতর্কতা মানেননি সোহান

ব্রিসবেনের গ্যাবায় ৩ রানের জয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ে ইনিংসের শেষ দিকে ম্যাচটা রোমাঞ্চের পারদ ছুঁয়ে যায়। মোসাদ্দেক হোসেনের শেষ বলে বাংলাদেশের জিম্বাবুয়ের দরকার ছিল ৫ রান। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে বল মিস করেন ব্লেসিং মুজারাবানি, হলেন স্টাম্পড।

৪ রানের জয়ে ততক্ষণে দুই দলের খেলোয়াড়দের করমর্দনের পর্বও শেষ। মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন দুই দলের খেলোয়াড়েরা। না, নাটকের নতুন শুরু এর পরই। টিভি আম্পায়ার আনুষ্ঠানিকতা হিসেবে মুজারাবানির স্টাম্পিং দেখছিলেন, গোলামাল বাঁধল সেই দেখায়। টিভি রিপ্লেতে দেখা যায়, বাংলাদেশ উইকেটরক্ষক নুরুল হাসান সোহান বল ধরেছেন স্টাম্পের সামনে থেকে!

এমসিসির ক্রিকেট আইনের ২৭.৩.১ ধারা অনুযায়ী নো বল ডাকেন আম্পায়ার। সেই নো বলের ফ্রি-হিট থেকে অবশ্য জয়ের হিসাব মেলাতে পারেনি জিম্বাবুয়ে। তবে এর আগের বলেই সোহানকে সতর্ক করেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

মুজারাবানি স্টাম্পড হওয়ার আগের বলে একইভাবে আউট হন রিচার্ড এনগারাভা। ওই বলেও সোহানের হাত স্টাম্পের কাছাকাছি চলে এসেছিল। সেটা নজর এড়ায়নি সাকিবের। সোহানকে সতর্ক করেছিলেন এই বলে, ‘তুমি স্টাম্পের বেশ কাছে চলে গেছ!’ সতর্কতা যে সোহান মানেননি পরের বলেই সেটা বোঝা গেছে। তবে সোহান ও বাংলাদেশের জন্য স্বস্তি, ম্যাচটা হাত ফসকে যায়নি।

টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত খবর:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত