সেট হচ্ছেন, কিন্তু ইনিংস বড় করতে পারছেন না—নাজমুল হোসেন শান্তর সঙ্গে এমনটা ঘটে থাকে হরহামেশাই। তবে আজ ব্রিসবেনে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। ম্যাচ জেতানো ইনিংসকে স্পেশাল বা বিশেষ কিছু মনে করছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৫৫ বলে ৭১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন শান্ত। ৭ চার এবং ১ ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংসটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শান্তর এটা প্রথম ফিফটি। এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম ফিফটিটিও এলো শান্তর ব্যাটে চড়ে।
তৃতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে ৫৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দেন শান্ত। সংবাদ সম্মেলনে ২৪ বছর বয়সী ব্যাটার বলেন, ‘অবশ্যই আমার জন্য এটা একটু স্পেশাল। এটা আমার প্রথম অর্ধশতক ছিল। আমার বেশ কয়েকটা ইনিংস শুরু হচ্ছিল, কিন্তু বড় করতে পারছিলাম না। আজকে ওই কমিটমেন্টটা ছিল আমার মধ্যে যে আমি যদি সেট হই, তাহলে যত বড় করা যায়।’
জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস পরবর্তী ম্যাচগুলোতেও কাজে লাগাতে পারবেন বলে মনে করেন শান্ত, ‘ম্যাচ জিতলে তো অবশ্যই আত্মবিশ্বাস বাড়ে। টিমের পরিবেশ আগে থেকেই ভালো। এই ম্যাচটা জেতার কারণে আমাদের মনে হয়, সামনের ম্যাচগুলোতে এই আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব। এই ম্যাচেও আমাদের কিছু জায়গায় আরও উন্নতির প্রয়োজন আছে। সামনের ম্যাচে এই ভুলগুলো যেন কম হয়। এই আত্মবিশ্বাস নিয়েই আমরা যাব ইনশাআল্লাহ।’
শান্ত আরও বলেন, ‘ম্যাচ ধরে ধরে যেতে চাই। ওটাই চিন্তা আছে যে, পরবর্তী ম্যাচে আমরা কত ভালো খেলতে পারি।’
সেট হচ্ছেন, কিন্তু ইনিংস বড় করতে পারছেন না—নাজমুল হোসেন শান্তর সঙ্গে এমনটা ঘটে থাকে হরহামেশাই। তবে আজ ব্রিসবেনে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। ম্যাচ জেতানো ইনিংসকে স্পেশাল বা বিশেষ কিছু মনে করছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৫৫ বলে ৭১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন শান্ত। ৭ চার এবং ১ ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংসটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শান্তর এটা প্রথম ফিফটি। এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম ফিফটিটিও এলো শান্তর ব্যাটে চড়ে।
তৃতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে ৫৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দেন শান্ত। সংবাদ সম্মেলনে ২৪ বছর বয়সী ব্যাটার বলেন, ‘অবশ্যই আমার জন্য এটা একটু স্পেশাল। এটা আমার প্রথম অর্ধশতক ছিল। আমার বেশ কয়েকটা ইনিংস শুরু হচ্ছিল, কিন্তু বড় করতে পারছিলাম না। আজকে ওই কমিটমেন্টটা ছিল আমার মধ্যে যে আমি যদি সেট হই, তাহলে যত বড় করা যায়।’
জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস পরবর্তী ম্যাচগুলোতেও কাজে লাগাতে পারবেন বলে মনে করেন শান্ত, ‘ম্যাচ জিতলে তো অবশ্যই আত্মবিশ্বাস বাড়ে। টিমের পরিবেশ আগে থেকেই ভালো। এই ম্যাচটা জেতার কারণে আমাদের মনে হয়, সামনের ম্যাচগুলোতে এই আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব। এই ম্যাচেও আমাদের কিছু জায়গায় আরও উন্নতির প্রয়োজন আছে। সামনের ম্যাচে এই ভুলগুলো যেন কম হয়। এই আত্মবিশ্বাস নিয়েই আমরা যাব ইনশাআল্লাহ।’
শান্ত আরও বলেন, ‘ম্যাচ ধরে ধরে যেতে চাই। ওটাই চিন্তা আছে যে, পরবর্তী ম্যাচে আমরা কত ভালো খেলতে পারি।’
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১২ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৩ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৫ ঘণ্টা আগে