Ajker Patrika

জিম্বাবুয়ের বিপক্ষে ফিফটিকে ‘স্পেশাল’ মনে করছেন শান্ত

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৬: ৫৫
জিম্বাবুয়ের বিপক্ষে ফিফটিকে ‘স্পেশাল’ মনে করছেন শান্ত

সেট হচ্ছেন, কিন্তু ইনিংস বড় করতে পারছেন না—নাজমুল হোসেন শান্তর সঙ্গে এমনটা ঘটে থাকে হরহামেশাই। তবে আজ ব্রিসবেনে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। ম্যাচ জেতানো ইনিংসকে স্পেশাল বা বিশেষ কিছু মনে করছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।

জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৫৫ বলে ৭১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন শান্ত। ৭ চার এবং ১ ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংসটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শান্তর এটা প্রথম ফিফটি। এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম ফিফটিটিও এলো শান্তর ব্যাটে চড়ে।

তৃতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে ৫৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দেন শান্ত। সংবাদ সম্মেলনে ২৪ বছর বয়সী ব্যাটার বলেন, ‘অবশ্যই আমার জন্য এটা একটু স্পেশাল। এটা আমার প্রথম অর্ধশতক ছিল। আমার বেশ কয়েকটা ইনিংস শুরু হচ্ছিল, কিন্তু বড় করতে পারছিলাম না। আজকে ওই কমিটমেন্টটা ছিল আমার মধ্যে যে আমি যদি সেট হই, তাহলে যত বড় করা যায়।’

জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস পরবর্তী ম্যাচগুলোতেও কাজে লাগাতে পারবেন বলে মনে করেন শান্ত, ‘ম্যাচ জিতলে তো অবশ্যই আত্মবিশ্বাস বাড়ে। টিমের পরিবেশ আগে থেকেই ভালো। এই ম্যাচটা জেতার কারণে আমাদের মনে হয়, সামনের ম্যাচগুলোতে এই আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব। এই ম্যাচেও আমাদের কিছু জায়গায় আরও উন্নতির প্রয়োজন আছে। সামনের ম্যাচে এই ভুলগুলো যেন কম হয়। এই আত্মবিশ্বাস নিয়েই আমরা যাব ইনশাআল্লাহ।’

শান্ত আরও বলেন, ‘ম্যাচ ধরে ধরে যেতে চাই। ওটাই চিন্তা আছে যে, পরবর্তী ম্যাচে আমরা কত ভালো খেলতে পারি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত