জয়পুরহাটে ১৫ বছর ধরে লাল-সবুজের ফেরিওয়ালা কৃষক মাতবর
‘পতাকা রাখেন, জাতীয় পতাকা। ছোট-বড়-মাঝারি বিভিন্ন মাপের জাতীয় পতাকা। এ ছাড়াও নিতে পারেন হাত পতাকা, জাতীয় পতাকা এবং বাংলাদেশের মানচিত্রের ছবিযুক্ত হাত বেসলেট, মাথায় বাঁধার ফিতা, স্টিকার ব্যাচ, পিতলের ব্যাচ...’