Ajker Patrika

জয়পুরহাট-২: স্বতন্ত্র–আ.লীগে ধাওয়া–পাল্টা, ছিঁড়ে ফেলল প্রার্থীর মুজিব কোট

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০১: ০৮
জয়পুরহাট-২: স্বতন্ত্র–আ.লীগে ধাওয়া–পাল্টা, ছিঁড়ে ফেলল প্রার্থীর মুজিব কোট

জয়পুরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলার ক্ষেতলাল ইটাখোলা বাজারের চার মাথায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জয়পুরহাট-২ আসনের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ অবসর চৌধুরী ইটাখোলা বাজারে আওয়ামী লীগ নেতা তাইফুল ইসলাম তালুকদারকে সঙ্গে নিয়ে গণসংযোগ করছিলেন। গণসংযোগ শেষে প্রার্থীসহ কর্মী-সমর্থকেরা কাঁচি মার্কার অফিসের সামনে সবাই সমবেত হন। পাশেই নৌকা মার্কার নির্বাচনী অফিস থেকে উসকানিমূলক কথাবার্তার একপর্যায়ে উভয় পক্ষ উত্তেজিত হলে এলোপাতাড়ি মারপিট ও ধাওয়া-পাল্টার ঘটনা ঘটে। 

এ সময় স্বতন্ত্র প্রার্থীর মুজিব কোট কে বা কারা ছিঁড়ে ফেলে এবং তিনি মারপিটে আহত হন। তাঁকে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। অপরদিকে একই উপজেলার মধুপুকুর বাজারে উভয় পক্ষের সঙ্গে ধাওয়া-পাল্টা ঘটনা ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বলেন, ‘এখানে ধাওয়া-পাল্টার ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা তদন্ত করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত