জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার করে টাকা জরিমানা করা হয়। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ, প্রথম আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন–জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর–দূর্গাপুর গ্রামের মোছা. জোৎসনা বেগম এবং একই উপজেলার দাশড়া খানপাড়া গ্রামের বাসিন্দা এবং জোৎসনা বেগমের প্রেমিক শাহীন মিয়া বাবু।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল।
মামলা ও আদালতের নথি সূত্রে জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামের জামিরুল ইসলামের সঙ্গে জোৎসনা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই জামিরুল ইসলাম তাঁর শ্বশুর বাড়ি জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর–দূর্গাপুর গ্রামে ঘর জামাই থাকতেন। এভাবে প্রায় এক যুগ কেটে যায়।
এরই মধ্যে জামিরুল ইসলামের স্ত্রী জোৎসনা বেগম একই উপজেলার দাশড়া খানপাড়া গ্রামের শাহিন মিয়া বাবুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এরই জের ধরে ২০১৫ সালের ৯ নভেম্বর দুপুরে আসামিরা জামিরুলকে শ্বাসরোধে হত্যা করে।
এ ঘটনায় ওইদিন বিকেলে জামিরুল ইসলামের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে জেলার ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর দীর্ঘ শুনানি ও যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।
এ মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি, গকুল চন্দ্র মণ্ডল এপিপি, শামীমুল ইসলাম শামীম এপিপি এবং খাজা শামসুল ইসলাম বুলবুল এপিপি। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন একেএম মামুনুর রহমান সরদার এবং আবুল হাসান দেওয়ান।
জয়পুরহাটের স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার করে টাকা জরিমানা করা হয়। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ, প্রথম আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন–জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর–দূর্গাপুর গ্রামের মোছা. জোৎসনা বেগম এবং একই উপজেলার দাশড়া খানপাড়া গ্রামের বাসিন্দা এবং জোৎসনা বেগমের প্রেমিক শাহীন মিয়া বাবু।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল।
মামলা ও আদালতের নথি সূত্রে জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামের জামিরুল ইসলামের সঙ্গে জোৎসনা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই জামিরুল ইসলাম তাঁর শ্বশুর বাড়ি জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর–দূর্গাপুর গ্রামে ঘর জামাই থাকতেন। এভাবে প্রায় এক যুগ কেটে যায়।
এরই মধ্যে জামিরুল ইসলামের স্ত্রী জোৎসনা বেগম একই উপজেলার দাশড়া খানপাড়া গ্রামের শাহিন মিয়া বাবুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এরই জের ধরে ২০১৫ সালের ৯ নভেম্বর দুপুরে আসামিরা জামিরুলকে শ্বাসরোধে হত্যা করে।
এ ঘটনায় ওইদিন বিকেলে জামিরুল ইসলামের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে জেলার ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর দীর্ঘ শুনানি ও যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।
এ মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি, গকুল চন্দ্র মণ্ডল এপিপি, শামীমুল ইসলাম শামীম এপিপি এবং খাজা শামসুল ইসলাম বুলবুল এপিপি। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন একেএম মামুনুর রহমান সরদার এবং আবুল হাসান দেওয়ান।
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
৩ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে