সিদ্ধিরগঞ্জে তেল চোরাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার, তেলভর্তি ট্যাংক লরি জব্দ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে জ্বালানি তেল চোরাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল বুধবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ হাজার ৫০০ লিটার জ্বালানি তেলভর্তি ট্যাংক লরি জব্দ করা হয়েছে।