Ajker Patrika

ভাড়া বাড়ানোর পর ‘ধর্মঘট’ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৮: ০১
ভাড়া বাড়ানোর পর ‘ধর্মঘট’ প্রত্যাহার

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে চলা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার বাসমালিকদের সঙ্গে বৈঠকে বসেছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। সেখানে বাস ভাড়া বাড়ানোর পরপরই ধর্মঘট প্রত্যাহার করা হয়। 

সভায় দূরপাল্লায় প্রতি কিলোমিটারে ভাড়া বাড়িয়ে করা হয়েছে ১ টাকা ৮০ পয়সা। যা আগে ছিল ১ টাকা ৪২ পয়সা। ভাড়া বেড়েছে ২৭ শতাংশ। এদিকে মহানগরীতে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ১৫ পয়সা। যা আগে ছিল ১ টাকা ৭০ পয়সা। ভাড়া বেড়েছে ২৬ দশমিক ৫ শতাংশ। 

সভায় বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের জন্য ৮ টাকা করা হয়েছে। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, আজ থেকে ধর্মঘট প্রত্যাহার করা হলো। এ সময় তিনি আজ থেকে বাস চলাচল করার জন্য মালিকদের নির্দেশনা দেন। 

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘আমরা এ প্রস্তাব আজই মন্ত্রণালয়ে পাঠাব। তারপর প্রজ্ঞাপন জারি হবে। আগামীকাল থেকেই এই নতুন ভাড়া কার্যকর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘চিটাংঅর মইদ্যে সরোয়াইজ্জা মরিব’— ফোনে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের চেলা রায়হানের হুমকি

বিএনপি মহাসচিবকে ফোন করে বলেছিলাম, আমরা একটু আলোচনায় বসি: জামায়াত নেতা তাহের

জাহানারার যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখবে বিসিবি

ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করতে বড় ভাইয়ের মাইকিং, স্থান পানের বরজ

ছাত্রীদের শরীরে আবারও হাত দেওয়ার অভিযোগ সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে

এলাকার খবর
Loading...