বিমানবন্দর নেই সুন্দর এই ৫ দেশে
অবিশ্বাস্য হলেও এ জমানায় এসেও আপনাকে শুনতে হবে পৃথিবীর কয়েকটি দেশে বিমানবন্দর নেই। অর্থাৎ নিজেদের বিমানবন্দর ছাড়াও যে চালিয়ে নেওয়া যায় এটি প্রমাণ করেছে এ দেশগুলো। তবে দেশগুলোর প্রতিবেশী ভাগ্য ভালো, সেখানকার বিমানবন্দর ব্যাবহার করতে পারে তারা। বিমানবন্দর কেন নেই? এমন প্রশ্ন যদি করেন তবে বলতে হয় এই দে