সম্প্রতি গ্রাজিয়া ম্যাগাজিনের ১০টি প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তিনি জানিয়েছেন তাঁর প্রথম সেলিব্রিটি ক্রাশের কথা, যাঁর মৃত্যুতে এখনো শোক করেন তিনি।
প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর প্রথম সেলিব্রিটি ক্রাশ যুক্তরাষ্ট্রের প্রয়াত র্যাপার টুপ্যাক শাকুর। তিনি বলেন, ‘টুপ্যাক শাকুর ছিল আমার প্রথম সেলিব্রিটি ক্রাশ। তাঁর মৃত্যুর পর আমি শোকে ২০ দিন কালো কাপড় পরে ছিলাম। নিজেকে তখন বিধবা মনে হচ্ছিল। আমি যখন অষ্টম ও নবম শ্রেণিতে পড়তাম, সে-ই ছিল আমার সবচেয়ে বড় ক্রাশ।’
এদিকে ২০১৭ সালে প্রিয়াঙ্কা ‘বেওয়াচ’ সিনেমার প্রচারের সময় ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসকে বলেছিলেন, তিনি র্যাপার টুপ্যাক শাকুরকে বিয়ে করতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘আমি শাকুরকে হাঁটু গেড়ে বলতে চেয়েছিলাম, আপনি কি আমাকে বিয়ে করবেন?’
এ ছাড়া ২০১৫ সালে ‘জিমি কিমেল লাইভে’ প্রিয়াঙ্কা তাঁর শৈশবের ক্রাশ সম্পর্কে জানিয়েছিলেন। তিনি তখন বলেন, ‘বন্ধুরা, আমি এই মুহূর্তে টেলিভিশনে এটি বলতে যাচ্ছি, আমার মিসেস টুপ্যাক শাকুর হওয়ার কথা ছিল। এটা আমি বিশ্বাস করেছিলাম, আমি সত্যিই করেছিলাম।’
গ্রাজিয়া ম্যাগাজিন জানতে চেয়েছিল প্রিয়াঙ্কার লাল গালিচার প্রিয় মুহূর্ত সম্পর্কে। প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর প্রিয় লাল গালিচার মুহূর্ত ছিল ২০১৭ সালের মেট গালা, যেখানে তাঁর স্বামী নিক জোনাসের সঙ্গে প্রথম দেখা হয়েছিল।
১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর টুপ্যাক শাকুরকে গুলি করে হত্যা করা হয়। মোট চারবার গুলি করা হয় টুপ্যাককে। বুক, বাহু ও ঊরুতে গুলি লাগে। গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর মারা যান এই তারকা।
সম্প্রতি গ্রাজিয়া ম্যাগাজিনের ১০টি প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তিনি জানিয়েছেন তাঁর প্রথম সেলিব্রিটি ক্রাশের কথা, যাঁর মৃত্যুতে এখনো শোক করেন তিনি।
প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর প্রথম সেলিব্রিটি ক্রাশ যুক্তরাষ্ট্রের প্রয়াত র্যাপার টুপ্যাক শাকুর। তিনি বলেন, ‘টুপ্যাক শাকুর ছিল আমার প্রথম সেলিব্রিটি ক্রাশ। তাঁর মৃত্যুর পর আমি শোকে ২০ দিন কালো কাপড় পরে ছিলাম। নিজেকে তখন বিধবা মনে হচ্ছিল। আমি যখন অষ্টম ও নবম শ্রেণিতে পড়তাম, সে-ই ছিল আমার সবচেয়ে বড় ক্রাশ।’
এদিকে ২০১৭ সালে প্রিয়াঙ্কা ‘বেওয়াচ’ সিনেমার প্রচারের সময় ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসকে বলেছিলেন, তিনি র্যাপার টুপ্যাক শাকুরকে বিয়ে করতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘আমি শাকুরকে হাঁটু গেড়ে বলতে চেয়েছিলাম, আপনি কি আমাকে বিয়ে করবেন?’
এ ছাড়া ২০১৫ সালে ‘জিমি কিমেল লাইভে’ প্রিয়াঙ্কা তাঁর শৈশবের ক্রাশ সম্পর্কে জানিয়েছিলেন। তিনি তখন বলেন, ‘বন্ধুরা, আমি এই মুহূর্তে টেলিভিশনে এটি বলতে যাচ্ছি, আমার মিসেস টুপ্যাক শাকুর হওয়ার কথা ছিল। এটা আমি বিশ্বাস করেছিলাম, আমি সত্যিই করেছিলাম।’
গ্রাজিয়া ম্যাগাজিন জানতে চেয়েছিল প্রিয়াঙ্কার লাল গালিচার প্রিয় মুহূর্ত সম্পর্কে। প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁর প্রিয় লাল গালিচার মুহূর্ত ছিল ২০১৭ সালের মেট গালা, যেখানে তাঁর স্বামী নিক জোনাসের সঙ্গে প্রথম দেখা হয়েছিল।
১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর টুপ্যাক শাকুরকে গুলি করে হত্যা করা হয়। মোট চারবার গুলি করা হয় টুপ্যাককে। বুক, বাহু ও ঊরুতে গুলি লাগে। গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর মারা যান এই তারকা।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৭ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১০ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৫ ঘণ্টা আগে