প্রযুক্তি ডেস্ক
গত কয়েক মাসে প্রযুক্তি জায়ান্টগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় নামিয়ে দেওয়ার অন্যতম কৃতিত্ব চ্যাটজিপিটির। তবে মানুষের সঙ্গে সংলাপে পারদর্শী চ্যাটবট চ্যাটজিপিটিই প্রথম নয়। এর আগেও অনেক চ্যাটবট তৈরি হয়েছিল। ৬০ বছর আগেও তৈরি হয়েছিল চ্যাটজিপিটির মতোই একটি চ্যাটবট। চ্যাটবটটির নাম ছিল ‘এলিজা’।
এলিজা ছিল প্রথম চ্যাটবটগুলোর মধ্যে একটি। এটি ‘টিউরিং’ টেস্টের প্রাথমিক পরীক্ষার ক্ষেত্রও ছিল। টিউরিং টেস্ট হলো— একটি যন্ত্রের মানুষের মতো বুদ্ধিমান আচরণ করার ক্ষমতার পরীক্ষা। ১৯৬০— এর দশকের মাঝামাঝি সময়ে জোসেফ ওয়েজেনবাম এই প্রাইমারি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রক্রিয়াকরণ প্রোগ্রামটি এমআইটি’র কৃত্রিম বুদ্ধিমত্তা ল্যাবরেটরিতে তৈরি করেন।
কম্পিউটারের সঙ্গে মানুষের যোগাযোগ কতটা অগভীর— এটা দেখাতে প্রোগ্রামটি তৈরি করা হয়েছিল। তবে ব্যক্তিগত কম্পিউটারে এটি ব্যবহারের সুযোগ পাওয়ার পর থেকে সাধারণ ব্যবহারকারীদের কাছে এটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে।
‘প্যাটার্ন ম্যাচিং’ ও প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে প্রোগ্রামটি এমনভাবে উত্তর দিত যে প্রাথমিকভাবে ব্যবহারকারীদের মনে হতো এটি তাদের কথা বুঝতে পারছে এবং সে অনুযায়ী উত্তর দিচ্ছে।
প্রোগ্রামটি সাধারণত নিজস্ব কোডে সীমাবদ্ধ থাকলেও অপেশাদার কোডাররা প্রোগ্রামটির মূল কোডে বিভিন্ন পরিবর্তন আনার চেষ্টা করায় এটির বেশ কিছু সংস্করণ তৈরি হয়েছিল। চ্যাটবটটির সবচেয়ে সুপরিচিত সংস্করণটিকে ‘ডাক্তার’ বলা হতো। এটি রজারিয়ান সাইকোথেরাপিস্টের মতো প্রতিক্রিয়া জানাতে পারত। এই পদ্ধতিতে, থেরাপিস্ট কোনো নির্দেশনা দেয় না তবে সহযোগিতামূলক আচরণ করে। থেরাপিস্ট রোগীর প্রশ্নগুলো শুনে পাল্টা প্রশ্ন করে। এ ক্ষেত্রে রোগী নিজেই নিজের সমস্যার সমাধান খুঁজে বের করেন। রোগীর সমস্যা সমাধানের জন্য থেরাপিস্ট মুখ্য নন।
বর্তমান সময়ের আধুনিক চ্যাটবটগুলোর তুলনায় এলিজাকে খেলনা চ্যাটবটই বলা যেতে পারে। এটি কোনো কঠিন প্রশ্নের জবাব দিতে সক্ষম নয়। তবে এক সময় এই চ্যাটবট বেশ সাড়া ফেলেছিল।
গত কয়েক মাসে প্রযুক্তি জায়ান্টগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় নামিয়ে দেওয়ার অন্যতম কৃতিত্ব চ্যাটজিপিটির। তবে মানুষের সঙ্গে সংলাপে পারদর্শী চ্যাটবট চ্যাটজিপিটিই প্রথম নয়। এর আগেও অনেক চ্যাটবট তৈরি হয়েছিল। ৬০ বছর আগেও তৈরি হয়েছিল চ্যাটজিপিটির মতোই একটি চ্যাটবট। চ্যাটবটটির নাম ছিল ‘এলিজা’।
এলিজা ছিল প্রথম চ্যাটবটগুলোর মধ্যে একটি। এটি ‘টিউরিং’ টেস্টের প্রাথমিক পরীক্ষার ক্ষেত্রও ছিল। টিউরিং টেস্ট হলো— একটি যন্ত্রের মানুষের মতো বুদ্ধিমান আচরণ করার ক্ষমতার পরীক্ষা। ১৯৬০— এর দশকের মাঝামাঝি সময়ে জোসেফ ওয়েজেনবাম এই প্রাইমারি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রক্রিয়াকরণ প্রোগ্রামটি এমআইটি’র কৃত্রিম বুদ্ধিমত্তা ল্যাবরেটরিতে তৈরি করেন।
কম্পিউটারের সঙ্গে মানুষের যোগাযোগ কতটা অগভীর— এটা দেখাতে প্রোগ্রামটি তৈরি করা হয়েছিল। তবে ব্যক্তিগত কম্পিউটারে এটি ব্যবহারের সুযোগ পাওয়ার পর থেকে সাধারণ ব্যবহারকারীদের কাছে এটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে।
‘প্যাটার্ন ম্যাচিং’ ও প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে প্রোগ্রামটি এমনভাবে উত্তর দিত যে প্রাথমিকভাবে ব্যবহারকারীদের মনে হতো এটি তাদের কথা বুঝতে পারছে এবং সে অনুযায়ী উত্তর দিচ্ছে।
প্রোগ্রামটি সাধারণত নিজস্ব কোডে সীমাবদ্ধ থাকলেও অপেশাদার কোডাররা প্রোগ্রামটির মূল কোডে বিভিন্ন পরিবর্তন আনার চেষ্টা করায় এটির বেশ কিছু সংস্করণ তৈরি হয়েছিল। চ্যাটবটটির সবচেয়ে সুপরিচিত সংস্করণটিকে ‘ডাক্তার’ বলা হতো। এটি রজারিয়ান সাইকোথেরাপিস্টের মতো প্রতিক্রিয়া জানাতে পারত। এই পদ্ধতিতে, থেরাপিস্ট কোনো নির্দেশনা দেয় না তবে সহযোগিতামূলক আচরণ করে। থেরাপিস্ট রোগীর প্রশ্নগুলো শুনে পাল্টা প্রশ্ন করে। এ ক্ষেত্রে রোগী নিজেই নিজের সমস্যার সমাধান খুঁজে বের করেন। রোগীর সমস্যা সমাধানের জন্য থেরাপিস্ট মুখ্য নন।
বর্তমান সময়ের আধুনিক চ্যাটবটগুলোর তুলনায় এলিজাকে খেলনা চ্যাটবটই বলা যেতে পারে। এটি কোনো কঠিন প্রশ্নের জবাব দিতে সক্ষম নয়। তবে এক সময় এই চ্যাটবট বেশ সাড়া ফেলেছিল।
বিভিন্ন বিষয়ে নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে কখনোই পিছপা হননি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল নির্মাতা জেমস ক্যামেরন। এবার জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও নিজস্ব মতামত দিলেন। টাইটানিক ও অ্যাভাটারের সিরিজের জন্য বিশ্বজুড়ে খ্যাত ৭০ বছর বয়সী এই পরিচালক।
১ ঘণ্টা আগেটেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের কল পরিষেবার ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। দেশটির ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাস ও প্রতারণার মতো অপরাধে ব্যবহারকারীদের তথ্য রাশিয়ার আইন-শৃঙ্খলা বাহিনীকে না দেওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে কনটেন্ট নির্মাণ আর শুধু একক প্রচেষ্টা নয়। একাধিক ক্রিয়েটরের সহযোগিতায় সৃজনশীলতা আরও সমৃদ্ধ হয়। কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে পারস্পরিক সংযোগ ও কাজের সুবিধার্থে ইউটিউব চালু করেছে ‘কোলাবোরেশন ফিচার’।
৪ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
২০ ঘণ্টা আগে