জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আশা ও মুলা
বেশ কিছুদিন ধরেই সবচেয়ে বেশি আলোচনায় আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। কী ভাবছেন? বিশেষ কোনো অর্জন বা খ্যাতির জন্য? নিশ্চয়ই মনে মনে ভাবছেন, কী সেই অর্জন? সেই অর্জন নির্যাতনের, নিপীড়নের, মানসিক অত্যাচারের ও আত্মহত্যার।