জবি সংবাদদাতা
ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে আমেরিকাসহ সারা বিশ্বে চলমান ছাত্রদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় যে চেতনা নিয়ে পাকিস্তানিদের মোকাবিলা করা হয়েছিল, সে চেতনা নিয়ে আমরা আজ ফিলিস্তিনের মানুষের পক্ষে নেমেছি। ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে ‘সলিডারিটি উইথ ফ্রি ফিলিস্তিন মুভমেন্ট ইন আমেরিকান ইউনিভার্সিটিজ’ নামক সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক ছাত্রসমাবেশে একদল শিক্ষার্থী এসব কথা বলেন।
এ ছাত্র সমাবেশে আইইআর বিভাগের শিক্ষার্থী জুনায়েদ মাসুদ বলেন, ‘ফিলিস্তিনে আজ এত কিছু হয়ে যাচ্ছে সেখানে মানবাধিকার সংস্থাগুলো কোথায়? আজ কেন তারা নিশ্চুপ? পাকিস্তানের গণহত্যার প্রতিবাদে আমরা বাংলাদেশিরা যে প্রতিরোধ গড়ে তুলেছিলাম, সে চেতনা নিয়ে আজ এখানে হাজির হয়েছি।’
অপর এক শিক্ষার্থী বলেন, ‘এখন পর্যন্ত ফিলিস্তিনের ৩৪ হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে। যারা নিরীহ, যাদের কোনো অপরাধ নেই। এই নিরীহ মানুষের ওপর বর্বরোচিত হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই অতি দ্রুত এই ফিলিস্তিনের মানুষের ওপর বর্বরোচিত হামলা সমাপ্ত হোক এবং এর সঙ্গে জড়িতদের বিচার করা হোক।’
ছাত্রসমাবেশের আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের পক্ষে, মানবতার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে আমেরিকাসহ সারা বিশ্বে চলমান ছাত্রদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় যে চেতনা নিয়ে পাকিস্তানিদের মোকাবিলা করা হয়েছিল, সে চেতনা নিয়ে আমরা আজ ফিলিস্তিনের মানুষের পক্ষে নেমেছি। ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে ‘সলিডারিটি উইথ ফ্রি ফিলিস্তিন মুভমেন্ট ইন আমেরিকান ইউনিভার্সিটিজ’ নামক সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক ছাত্রসমাবেশে একদল শিক্ষার্থী এসব কথা বলেন।
এ ছাত্র সমাবেশে আইইআর বিভাগের শিক্ষার্থী জুনায়েদ মাসুদ বলেন, ‘ফিলিস্তিনে আজ এত কিছু হয়ে যাচ্ছে সেখানে মানবাধিকার সংস্থাগুলো কোথায়? আজ কেন তারা নিশ্চুপ? পাকিস্তানের গণহত্যার প্রতিবাদে আমরা বাংলাদেশিরা যে প্রতিরোধ গড়ে তুলেছিলাম, সে চেতনা নিয়ে আজ এখানে হাজির হয়েছি।’
অপর এক শিক্ষার্থী বলেন, ‘এখন পর্যন্ত ফিলিস্তিনের ৩৪ হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে। যারা নিরীহ, যাদের কোনো অপরাধ নেই। এই নিরীহ মানুষের ওপর বর্বরোচিত হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই অতি দ্রুত এই ফিলিস্তিনের মানুষের ওপর বর্বরোচিত হামলা সমাপ্ত হোক এবং এর সঙ্গে জড়িতদের বিচার করা হোক।’
ছাত্রসমাবেশের আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের পক্ষে, মানবতার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
ময়লা ফেলে পরিত্যক্ত জায়গা দেখিয়ে পুকুর ভরাট করার অভিযোগে সিলেটে ১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গত সোমবার এই মামলাটি করেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুল হুদা। তবে বিষয়টি আজ বৃহস্পতিবার জানাজানি হয়। ঘটনাটি ঘটে বিয়ানীবাজার উপজেলার ফতেপুর মৌজার নবাং গ্রামে।
৩ মিনিট আগেভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন সচরাচর দেখা যায়। বিভিন্ন সংগঠনে নেতৃত্ব নির্বাচনের সঙ্গেও সবাই পরিচিত। কিন্তু এবার পাবনার চাটমোহরে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি পদের নির্বাচন নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১৭ মিনিট আগেলক্ষ্মীপুরের পুকুরে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃত আজ বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাঞ্চানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হচ্ছে, রায়পুর উপজেলার জাকির হোসেনের ছেলে জিহাদ হোসেন (৪) এবং লক্ষ্মীপুর সদরের মহিন উদ্দিনের ছেলে নাজিম হোসেন (৫)।
৩০ মিনিট আগেদুদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভের কারণে যান চলাচলে বিঘ্ন ও জনদুর্ভোগের প্রেক্ষাপটে রাজধানীর আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার (১৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
৩৮ মিনিট আগে