Ajker Patrika

নাম পরিবর্তন হলো জবির একমাত্র ছাত্রী হলের

জবি সংবাদদাতা 
আপডেট : ১৩ মে ২০২৪, ১৯: ৫৮
নাম পরিবর্তন হলো জবির একমাত্র ছাত্রী হলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের নাম পরিবর্তন করা হয়েছে। নাম পরিবর্তন করে বর্তমানে হলের নাম দেওয়া হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল। 

আজ সোমবার হলের নাম পরিবর্তন করার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী সরকার। 

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমান উপাচার্য এসেই নাম পরিবর্তনের এ উদ্যোগ নিয়েছেন—তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ, নাম পরিবর্তন করার জন্য অনেক আগে থেকেই আলোচনা চলছিল।’

উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, সিন্ডিকেটের ৯৫তম সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য নির্মিত বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে নতুন নামফলক লাগানোর কাজও শেষ হয়েছে।

২০২২ সালের ১৬ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হল বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের ‘দ্বারোদ্‌ঘাটন’ করা হয়। পরদিন ১৭ মার্চ ছাত্রীদের হলে ওঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত