Ajker Patrika

স্বপ্নজয়ের লড়াইয়ে শামিল ‘তাঁরাও’

জবি সংবাদদাতা 
আপডেট : ০৩ মে ২০২৪, ১৫: ১৩
স্বপ্নজয়ের লড়াইয়ে শামিল ‘তাঁরাও’

সারা দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার। এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে সাত শারীরিক প্রতিবন্ধী শামিল হয়েছিলেন স্বপ্নজয়ের লড়াইয়ে। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এই সাতজনের জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পরীক্ষার আয়োজন করে জবি প্রশাসন। 

সাতজনের মধ্যে পাঁচজনই দৃষ্টিপ্রতিবন্ধী। তাঁরা হলেন—ইফফাত জাহান বীথি, আবু কারেজ, হুমায়রা জাহান জিনিত, নুসরাত জাহান কাকলী ও হিজবুল্লাহ। তাঁরা সবাই শ্রুতিলেখকের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেন। বাকি দুজনের মধ্যে একজনের হাত নেই এবং অপরজনের হাতে সমস্যা। তাঁরা হলেন মো. মাসুদ শাহরিয়ার ও আসফিয়া তাসনিম রুহী। তাঁরাও অন্যের সহায়তায় পরীক্ষা দেন। 

পরীক্ষা শেষে আসফিয়া তাসনিম রুহী আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা দেওয়ার জন্য ফেনী থেকে এসেছি। পরীক্ষা ভালো হয়েছে। আমাদের জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। সবকিছু ভালোই ছিল।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের উপপ্রধান চিকিৎসক মিতা শবনম বলেন, ‘আমাদের আগে থেকে ছয়জন শারীরিক সমস্যাজনিত শিক্ষার্থীর তালিকা দেওয়া হয়। সে অনুযায়ী পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করি। পরে আজ পরীক্ষার সময় পেট ব্যথা, পা ব্যথা নিয়ে দুজন আর হাত নেই এমন একজন পরীক্ষা দিতে এসেছিল। আমরা সবার পরীক্ষা সুষ্ঠুভাবে নিয়েছি।’ 

মেডিকেল সেন্টার পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে মেডিকেল সেন্টারে পরীক্ষার আয়োজন করা হয়। তাঁরা সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত