Ajker Patrika

গুচ্ছের সীমাবদ্ধতা তুলে ধরা উচিত গণমাধ্যমের: জবি উপাচার্য

জবি সংবাদদাতা 
আপডেট : ০৩ মে ২০২৪, ১৫: ৪২
গুচ্ছের সীমাবদ্ধতা তুলে ধরা উচিত গণমাধ্যমের: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, ‘গুচ্ছ ভর্তি পরীক্ষার বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরবে গণমাধ্যম এই আশা আমি করি। এই ভর্তি পরীক্ষার যুগ্ম-আহ্বায়ক হিসেবে কোর কমিটির কাছে আহ্বান করব ভর্তি প্রক্রিয়া দ্রুত শেষ করে ক্লাস শুরু করার জন্য।’ 

আজ শুক্রবার ২৪টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার ‘বি’ ইউনিটের পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাদেকা হালিম এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি খবর নিলাম, সারা দেশে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনার কথা শোনা যায়নি। শারীরিক সমস্যা নিয়ে আসা শিক্ষার্থীদের জন্য মেডিকেল সেন্টারে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকবে কি থাকবে না, সেটা আমার সিনিয়র শিক্ষক, শিক্ষার্থীদের ওপর নির্ভর করবে যে, তারা কী চায়। আমি নতুন উপাচার্যের দায়িত্ব নিয়েছি, সে অনুযায়ী ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করছি।’ 

গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় বারবার মেধাতালিকা দেওয়ার বিষয়ে সাদেকা হালিম বলেন, ‘এবার তো প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শেষ। আশা করি, বেশি মেধাতালিকা পর্যন্ত যাবে না। যারা সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে ইচ্ছুক, তারাই পরীক্ষায় অংশগ্রহণ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত