গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত
পুলিশ বলছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার পরিচারকের সঙ্গে তর্কাতর্কি শুরু করেন। গোলমাল থামাতে গেলে আচমকা সাইফের উপর চড়াও হয় ওই ব্যক্তি। অভিনেতার গলায় ১০ সেন্টিমিটারের ক্ষত, আঘাতের চিহ্ন হাতে। হাসপাতালে আনার সময় পিঠে ধারালো কিছু গেঁথে ছিল।