Ajker Patrika

সাইফ আলি খানের ওপর হামলায় গৃহপরিচারিকা জড়িত, সন্দেহ পুলিশের

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৭: ৫৬
সাইফ আলি খান। ছবি: সংগৃহীত
সাইফ আলি খান। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় তাঁর এক গৃহপরিচারিকা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে মুম্বাই পুলিশ। ওই গৃহপরিচারিকার সহায়তায় চোর তাঁর বাড়িতে প্রবেশ করে বলে ধারণা পুলিশের। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হামলায় সাইফ আলি খানকে ছয়বার ছুরিকাঘাত করা হয়। এর মধ্যে একটি আঘাত রয়েছে মেরুদণ্ডের কাছে। তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি বিপদমুক্ত রয়েছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

তদন্তে উঠে এসেছে, আক্রমণের দুই ঘণ্টা আগ পর্যন্ত সিসিটিভি ফুটেজে কাউকে বাড়িতে প্রবেশ করতে দেখা যায়নি। এর মানে, হামলাকারী আগেই বাড়িতে প্রবেশ করে লুকিয়ে ছিল এবং সুযোগ বুঝে আক্রমণ চালায়।

মুম্বাই পুলিশ জানিয়েছে, একজন অজ্ঞাত ব্যক্তি সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করে এবং তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। বর্তমানে বিষয়টি তদন্তাধীন।

এদিকে ঘটনার পর মহারাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার ঝড় চলছে। শিবসেনার (ইউবিটি) সংসদ সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, ‘মুম্বাইয়ের মতো শহরে যদি সেলিব্রিটিরা নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের কী হবে? এটি মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তোলে।’

তিনি আরও বলেন, ‘বাবা সিদ্দিকি হত্যার বিচার এখনো হয়নি। সালমান খান বুলেটপ্রুফ বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন। আর এখন সাইফ আলি খান আহত হলেন। বান্দ্রার মতো সেলিব্রিটি অধ্যুষিত এলাকায় এমন ঘটনা সত্যিই উদ্বেগজনক।’

অভিনেত্রী পূজা ভাট এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাইফ আলি খানের দ্রুত আরোগ্য কামনা করেন।

সাইফ আলি খানের ওপর হামলার ঘটনা, সালমান খানের বাড়ির বাইরে গুলি এবং বাবা সিদ্দিকিকে হত্যার মতো ঘটনাগুলো মুম্বাইয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা আরও জোরদার করার দাবি উঠেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত