২০ দিনের বেশি কনটেইনার রাখলেই চার গুণ মাশুল
চট্টগ্রাম বন্দরে ফুল কনটেইনার লোড (এফসিএল) জট কমাতে চার গুণ মাশুল আরোপের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের ইয়ার্ড থেকে এফসিএল কনটেইনার খালাস অস্বাভাবিক হারে কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রমজান মাসে যাতে কনটেইনার জট না থাকে, সে জন্য ১৫ মার্চ থেকে মাশুল আরোপের এ সিদ্ধান্ত ক