Ajker Patrika

২০ দিনের বেশি কনটেইনার রাখলেই চার গুণ মাশুল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১১ মার্চ ২০২২, ১১: ০১
২০ দিনের বেশি কনটেইনার রাখলেই চার গুণ মাশুল

চট্টগ্রাম বন্দরে ফুল কনটেইনার লোড (এফসিএল) জট কমাতে চার গুণ মাশুল আরোপের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের ইয়ার্ড থেকে এফসিএল কনটেইনার খালাস অস্বাভাবিক হারে কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রমজান মাসে যাতে কনটেইনার জট না থাকে, সে জন্য ১৫ মার্চ থেকে মাশুল আরোপের এ সিদ্ধান্ত কার্যকর হবে।

৪ মার্চ চট্টগ্রাম বন্দরের জারি করা এক সার্কুলারে বন্দর ব্যবহারকারী, আমদানিকারক, শিপিং লাইন, সিঅ্যান্ডএফ এজেন্টদের দ্রুততম সময়ের মধ্যে আমদানিকৃত পণ্যবোঝাই কনটেইনার খালাস করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় ১৫ মার্চ থেকে ২১তম দিন পার হওয়া এফসিএল কনটেইনারের ভাড়া (স্টোর রেন্ট) চার গুণ হারে মাশুল আদায় করা হবে।

চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘মূলত বন্দরের কনটেইনার জট কমাতে এ সিদ্ধান্ত। বন্দরে কনটেইনার জট স্বাভাবিক থাকলে কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে। আমদানিকারকেরা পণ্য এনে বন্দরের ইয়ার্ডে ফেলে রাখছেন দিনের পর দিন। এভাবে তো চলতে পারে না। বন্দর ইয়ার্ডে কনটেইনার রাখার সীমাবদ্ধতা আছে। রমজানকে ঘিরে বাড়তি পণ্য আমদানি হয়। ফলে সেই পণ্য নির্বিঘ্নে বন্দর থেকে ছাড় করতেই এই পদক্ষেপ। আমরা সবাইকে সতর্ক করেছি। কাজ না হলে বন্দর স্টোর রেন্ট চার গুণ হারে আদায় করবে।’

চট্টগ্রাম বন্দরের মেসার্স তাকি এন্টারপ্রাইজের জেটি সরকার মো. আনোয়ার হোসেন বলেন, বন্দরে একটি ২০ ফুটের কনটেইনার প্রথম ৪ দিন মাশুল ছাড়া রাখা যায়। এরপর প্রথম সাত দিন ৬ ডলার, পরবর্তী ১৩ দিন ২৪ ডলার করে মাশুল দিতে হয়। আর ২১তম দিন থেকে ৪৮ ডলার হিসেবে মাশুল পরিশোধ করতে হয়। কিন্তু ৪ মার্চ জারি করা সার্কুলার অনুযায়ী বন্দরে চার গুণ হারে মাশুল দিতে হলে ২০ ফুটের একটি কনটেইনারে ৯৬ ডলার হিসাবে দৈনিক মাশুল গুনতে হবে।

বন্দর সূত্র জানিয়েছে, বন্দরের অভ্যন্তরে আমদানিকৃত এফসিএল কনটেইনার জমে গেছে। ৭ মার্চ বন্দরের অভ্যন্তরে প্রায় ৩৭ হাজার একক কনটেইনার ছিল। এর একটি বড় অংশ এফসিএল কন্টেইনার। স্বাভাবিক সময়ে বন্দর থেকে সাড়ে চার হাজার একক কনটেইনার ছাড় নিলেও এখন তা উল্লেখ্যযোগ্যভাবে কমে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত