চট্টগ্রামে থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুট: ৪০ হাজার জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট, ভাঙচুর করে থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় অজ্ঞাতনামাসহ ৪০ হাজার আসামি দেখিয়ে মামলা করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাশ বাদী হয়ে এ মামলাটি করেন।