নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে (১৮) ধর্ষণের দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-চট্টগ্রামের জোরারগঞ্জের মো. নাজমুল (২৯), একই উপজেলার রিয়াজ হোসেন (২৯), জামশেদ আলম (২৪) ও মুরগাং এলাকার মো. দুলাল (২৭)। রায় ঘোষণার সময় মো. দুলাল ছাড়া বাকি তিন আসামি উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি অ্যাডভোকেট এম এ নাসের চৌধুরী রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত সব আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।’
মামলার নথিসূত্রে জানা গেছে, ২০১৯ সালে ২ আগস্ট জোরারগঞ্জে মরগাং গ্রামে পরিবারের গৃহকর্তার অনুপস্থিতির সুযোগে ঘরে ঢুকে ভুক্তভোগী তরুণীকে ধর্ষণ করে আসামিরা। এই ঘটনায় ২৮ আগস্ট তরুণীর বাবা বাদী হয়ে চারজনের নামে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা অভিযোগে বলা হয়, আসামি নাজমুল বিভিন্ন সময় ওই তরুণীকে পথে ঘাটে বিরক্ত করে আসছিল। তাঁকে প্রেমের প্রস্তাবও দিয়ে আসছিল। তরুণী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে ভয়ভীতি প্রদান করত। ঘটনার দিন তরুণীর বাসায় তার ছোট বোন ছাড়া কেউ না থাকার সুযোগে আসামি নাজমুলসহ চারজন মিলে ঘরে প্রবেশ করে। এ সময় নাজমুল ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। বাকি আসামিরা নাজমুলকে এই অপরাধে সহযোগিতা করে।
আদালত সূত্র জানায়, ২০২০ সালে ১৬ জানুয়ারি জোরারগঞ্জ থানা-পুলিশ এই মামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। দুলাল নামে এক আসামিকে অব্যাহতির সুপারিশ করা হয়। পরে আদালত চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকার্য শুরু করেন। রাষ্ট্রপক্ষ এই মামলায় মোট আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।
চট্টগ্রামে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে (১৮) ধর্ষণের দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-চট্টগ্রামের জোরারগঞ্জের মো. নাজমুল (২৯), একই উপজেলার রিয়াজ হোসেন (২৯), জামশেদ আলম (২৪) ও মুরগাং এলাকার মো. দুলাল (২৭)। রায় ঘোষণার সময় মো. দুলাল ছাড়া বাকি তিন আসামি উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি অ্যাডভোকেট এম এ নাসের চৌধুরী রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত সব আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।’
মামলার নথিসূত্রে জানা গেছে, ২০১৯ সালে ২ আগস্ট জোরারগঞ্জে মরগাং গ্রামে পরিবারের গৃহকর্তার অনুপস্থিতির সুযোগে ঘরে ঢুকে ভুক্তভোগী তরুণীকে ধর্ষণ করে আসামিরা। এই ঘটনায় ২৮ আগস্ট তরুণীর বাবা বাদী হয়ে চারজনের নামে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা অভিযোগে বলা হয়, আসামি নাজমুল বিভিন্ন সময় ওই তরুণীকে পথে ঘাটে বিরক্ত করে আসছিল। তাঁকে প্রেমের প্রস্তাবও দিয়ে আসছিল। তরুণী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে ভয়ভীতি প্রদান করত। ঘটনার দিন তরুণীর বাসায় তার ছোট বোন ছাড়া কেউ না থাকার সুযোগে আসামি নাজমুলসহ চারজন মিলে ঘরে প্রবেশ করে। এ সময় নাজমুল ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। বাকি আসামিরা নাজমুলকে এই অপরাধে সহযোগিতা করে।
আদালত সূত্র জানায়, ২০২০ সালে ১৬ জানুয়ারি জোরারগঞ্জ থানা-পুলিশ এই মামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। দুলাল নামে এক আসামিকে অব্যাহতির সুপারিশ করা হয়। পরে আদালত চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকার্য শুরু করেন। রাষ্ট্রপক্ষ এই মামলায় মোট আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতকোত্তর (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের প্রোফাইলে লগইন করে ফল জানতে
৩৪ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
৩৫ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
৩৬ মিনিট আগে