থাইল্যান্ডে অপহরণের শিকার চট্টগ্রামের ৫ যুবক
প্রতি মাসে ভালো বেতন-ভাতা, থাকা-খাওয়ার সুব্যবস্থাসহ একটি বিদেশি প্রতিষ্ঠানে চাকরি—এমন সুবর্ণ সুযোগ ২১ বছর বয়সী বেকার যুবক সায়মন হোসেন আবিরের জন্য হাত ছাড়া করার মতো ছিল না। প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ১২ আগস্ট দুবাই থেকে থাইল্যান্ডে গিয়ে অপহরণের শিকার হয়েছেন চট্টগ্রামের আনোয়ারার এই যুবক।