Ajker Patrika

পাহাড় কাটার অভিযোগে নির্মাণাধীন ভবন ভাঙছে সিডিএ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ২২: ২৭
পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ছবি: আজকের পত্রিকা
পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সোমবার সকালে নগরীর আসকারদীঘির পাড়ে এস এস খালেদ রোডসংলগ্ন নির্মাণাধীন ভবনটিতে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ভাঙার কাজ শুরু হয়। অভিযানে সিডিএ চেয়ারম্যান, ম্যাজিস্ট্রেটসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘স্বপ্নীল ফ্যামিলি ওনার্স অ্যাসোসিয়েশন’ নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠান ৯২টি পরিবারের জন্য সেখানে তিনটি আলাদা ভবন নির্মাণকাজ করছিল। তবে উচ্ছেদ অভিযান চলাকালে মালিকদের কাউকে পাওয়া যায়নি।

সিডিএ জানায়, ২০১৯ সালে পাহাড়টি কেনার পর ২০২৩ সালের ১৩ এপ্রিল সিডিএর ইমারত নির্মাণ কমিটির কাছ থেকে তিনটি বেসমেন্ট ও ১৪ তলা (পাহাড়ে বেসমেন্ট হয় না; বাস্তবে তিনটি পার্কিং ফ্লোর, ১৪ তলা আবাসিকসহ মোট ১৭ তলা) ভবনের অনুমোদন নেওয়া হয়। এ সময় পাহাড় না কাটাসহ ৮৭টি শর্ত দিয়েছিল সিডিএ। এসব শর্তের কোনোটিই মানেনি ডেভেলপার প্রতিষ্ঠানটি।

অভিযোগ রয়েছে, টিন দিয়ে উঁচু প্রাচীর তুলে পাহাড়টিকে দৃষ্টির আড়ালে নেওয়া হয়। এরপর সেটি ধীরে ধীরে প্রায় কেটে ফেলা হয়। পাশাপাশি শর্ত না মেনে পুরো জায়গায় ভবন নির্মাণকাজ শুরু হয়। ইতিমধ্যে সেখানে বেসমেন্টসহ ভবনের ছয়তলা নির্মাণকাজ শেষ হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেওয়া সিডিএর বিশেষ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, ‘স্বপ্নীল ফ্যামিলি ওনার্স অ্যাসোসিয়েশন আসকারদীঘির পাড়ের এই পাহাড় কেটে ১৪ তলা ভবন নির্মাণ করছিল। অবৈধভাবে ভবন নির্মাণের বিষয়ে সিডিএর পক্ষ থেকে তাঁদের নোটিশ দেওয়া হয়েছিল। এ নোটিশের বিরুদ্ধে ভবনমালিকেরা ২০২৪ সালের ৩০ এপ্রিল হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। হাইকোর্ট সিডিএর আদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলে তাঁরা কাজ চালিয়ে যান। সিডিএ পরে চেম্বার জজ আদালতে আপিল করে। গত রোববার চেম্বার জজ তাঁদের পক্ষের হাইকোর্টের যে আদেশ ছিল, তা ভ্যাকেট করে দিয়েছেন। এই আদেশ পাওয়ার পরপরই আমরা অভিযান পরিচালনা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত