নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সোমবার সকালে নগরীর আসকারদীঘির পাড়ে এস এস খালেদ রোডসংলগ্ন নির্মাণাধীন ভবনটিতে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ভাঙার কাজ শুরু হয়। অভিযানে সিডিএ চেয়ারম্যান, ম্যাজিস্ট্রেটসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘স্বপ্নীল ফ্যামিলি ওনার্স অ্যাসোসিয়েশন’ নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠান ৯২টি পরিবারের জন্য সেখানে তিনটি আলাদা ভবন নির্মাণকাজ করছিল। তবে উচ্ছেদ অভিযান চলাকালে মালিকদের কাউকে পাওয়া যায়নি।
সিডিএ জানায়, ২০১৯ সালে পাহাড়টি কেনার পর ২০২৩ সালের ১৩ এপ্রিল সিডিএর ইমারত নির্মাণ কমিটির কাছ থেকে তিনটি বেসমেন্ট ও ১৪ তলা (পাহাড়ে বেসমেন্ট হয় না; বাস্তবে তিনটি পার্কিং ফ্লোর, ১৪ তলা আবাসিকসহ মোট ১৭ তলা) ভবনের অনুমোদন নেওয়া হয়। এ সময় পাহাড় না কাটাসহ ৮৭টি শর্ত দিয়েছিল সিডিএ। এসব শর্তের কোনোটিই মানেনি ডেভেলপার প্রতিষ্ঠানটি।
অভিযোগ রয়েছে, টিন দিয়ে উঁচু প্রাচীর তুলে পাহাড়টিকে দৃষ্টির আড়ালে নেওয়া হয়। এরপর সেটি ধীরে ধীরে প্রায় কেটে ফেলা হয়। পাশাপাশি শর্ত না মেনে পুরো জায়গায় ভবন নির্মাণকাজ শুরু হয়। ইতিমধ্যে সেখানে বেসমেন্টসহ ভবনের ছয়তলা নির্মাণকাজ শেষ হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেওয়া সিডিএর বিশেষ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, ‘স্বপ্নীল ফ্যামিলি ওনার্স অ্যাসোসিয়েশন আসকারদীঘির পাড়ের এই পাহাড় কেটে ১৪ তলা ভবন নির্মাণ করছিল। অবৈধভাবে ভবন নির্মাণের বিষয়ে সিডিএর পক্ষ থেকে তাঁদের নোটিশ দেওয়া হয়েছিল। এ নোটিশের বিরুদ্ধে ভবনমালিকেরা ২০২৪ সালের ৩০ এপ্রিল হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। হাইকোর্ট সিডিএর আদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলে তাঁরা কাজ চালিয়ে যান। সিডিএ পরে চেম্বার জজ আদালতে আপিল করে। গত রোববার চেম্বার জজ তাঁদের পক্ষের হাইকোর্টের যে আদেশ ছিল, তা ভ্যাকেট করে দিয়েছেন। এই আদেশ পাওয়ার পরপরই আমরা অভিযান পরিচালনা করছি।’
চট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সোমবার সকালে নগরীর আসকারদীঘির পাড়ে এস এস খালেদ রোডসংলগ্ন নির্মাণাধীন ভবনটিতে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ভাঙার কাজ শুরু হয়। অভিযানে সিডিএ চেয়ারম্যান, ম্যাজিস্ট্রেটসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘স্বপ্নীল ফ্যামিলি ওনার্স অ্যাসোসিয়েশন’ নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠান ৯২টি পরিবারের জন্য সেখানে তিনটি আলাদা ভবন নির্মাণকাজ করছিল। তবে উচ্ছেদ অভিযান চলাকালে মালিকদের কাউকে পাওয়া যায়নি।
সিডিএ জানায়, ২০১৯ সালে পাহাড়টি কেনার পর ২০২৩ সালের ১৩ এপ্রিল সিডিএর ইমারত নির্মাণ কমিটির কাছ থেকে তিনটি বেসমেন্ট ও ১৪ তলা (পাহাড়ে বেসমেন্ট হয় না; বাস্তবে তিনটি পার্কিং ফ্লোর, ১৪ তলা আবাসিকসহ মোট ১৭ তলা) ভবনের অনুমোদন নেওয়া হয়। এ সময় পাহাড় না কাটাসহ ৮৭টি শর্ত দিয়েছিল সিডিএ। এসব শর্তের কোনোটিই মানেনি ডেভেলপার প্রতিষ্ঠানটি।
অভিযোগ রয়েছে, টিন দিয়ে উঁচু প্রাচীর তুলে পাহাড়টিকে দৃষ্টির আড়ালে নেওয়া হয়। এরপর সেটি ধীরে ধীরে প্রায় কেটে ফেলা হয়। পাশাপাশি শর্ত না মেনে পুরো জায়গায় ভবন নির্মাণকাজ শুরু হয়। ইতিমধ্যে সেখানে বেসমেন্টসহ ভবনের ছয়তলা নির্মাণকাজ শেষ হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেওয়া সিডিএর বিশেষ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, ‘স্বপ্নীল ফ্যামিলি ওনার্স অ্যাসোসিয়েশন আসকারদীঘির পাড়ের এই পাহাড় কেটে ১৪ তলা ভবন নির্মাণ করছিল। অবৈধভাবে ভবন নির্মাণের বিষয়ে সিডিএর পক্ষ থেকে তাঁদের নোটিশ দেওয়া হয়েছিল। এ নোটিশের বিরুদ্ধে ভবনমালিকেরা ২০২৪ সালের ৩০ এপ্রিল হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। হাইকোর্ট সিডিএর আদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলে তাঁরা কাজ চালিয়ে যান। সিডিএ পরে চেম্বার জজ আদালতে আপিল করে। গত রোববার চেম্বার জজ তাঁদের পক্ষের হাইকোর্টের যে আদেশ ছিল, তা ভ্যাকেট করে দিয়েছেন। এই আদেশ পাওয়ার পরপরই আমরা অভিযান পরিচালনা করছি।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে