নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরে সড়ক অবরোধ করে বিক্ষোভের সময় ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় এ সংঘর্ষ হয়।
পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে চালকদের ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজগুলো বন্ধের পাশাপাশি সংঘর্ষে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অটোচালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করার সময় পুলিশ তাঁদের সরিয়ে দেয়। তখন পুলিশের সঙ্গে অটোচালকদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হলে তাঁরাও বিক্ষোভকারীদের দমানোর চেষ্টা করে। দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বেলা ৩টার দিকে আজকের পত্রিকাকে বলেন, সিএমপি কমিশনারের নির্দেশে চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ।
এর প্রতিবাদে আজ সকালে চালকেরা বাহির সিগন্যাল এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অবরোধে যান চলাচল বিঘ্ন ঘটনায় তাঁদের সরে যেতে অনুরোধ করা হয়। একপর্যায়ে তাঁরা পুলিশের ওপর চড়াও হন ও ইটপাটকেল নিক্ষেপ করেন।
ওসি আরও বলেন, সংঘর্ষ চলাকালে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা এখন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজগুলো বন্ধ করে দিচ্ছি। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা এবং কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জানা গেছে, গত কয়েক দিনে চট্টগ্রাম নগরে ট্রাফিক পুলিশের অভিযানে ২ হাজার ৮৯৬টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হন ব্যাটারিচালিত রিকশাচালক ও মালিকেরা।
চট্টগ্রাম নগরে সড়ক অবরোধ করে বিক্ষোভের সময় ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় এ সংঘর্ষ হয়।
পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে চালকদের ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজগুলো বন্ধের পাশাপাশি সংঘর্ষে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অটোচালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করার সময় পুলিশ তাঁদের সরিয়ে দেয়। তখন পুলিশের সঙ্গে অটোচালকদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হলে তাঁরাও বিক্ষোভকারীদের দমানোর চেষ্টা করে। দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বেলা ৩টার দিকে আজকের পত্রিকাকে বলেন, সিএমপি কমিশনারের নির্দেশে চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ।
এর প্রতিবাদে আজ সকালে চালকেরা বাহির সিগন্যাল এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অবরোধে যান চলাচল বিঘ্ন ঘটনায় তাঁদের সরে যেতে অনুরোধ করা হয়। একপর্যায়ে তাঁরা পুলিশের ওপর চড়াও হন ও ইটপাটকেল নিক্ষেপ করেন।
ওসি আরও বলেন, সংঘর্ষ চলাকালে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা এখন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজগুলো বন্ধ করে দিচ্ছি। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা এবং কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জানা গেছে, গত কয়েক দিনে চট্টগ্রাম নগরে ট্রাফিক পুলিশের অভিযানে ২ হাজার ৮৯৬টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হন ব্যাটারিচালিত রিকশাচালক ও মালিকেরা।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৩ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১০ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৪ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৩৭ মিনিট আগে