Ajker Patrika

চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭–এর বিচারক ফেরদৌস আরা এই আদেশ দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

কফিল উদ্দিন জানান, এই মামলার একমাত্র আসামি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

যাবজ্জীবন পাওয়া আাসমি হলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের নতুন আদর্শ গ্রাম এলাকার খোকন উদ্দিন (২৩)।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ২০২৩ সালের ৯ মে প্রতিবেশী ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে দণ্ডিত যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে ভূজপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০–এর ৯(১) ধারায় খোকনকে একমাত্র আসামি করে মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দিলে আদালত ২০২৪ সালের ৪ জানুয়ারি আসামি খোকনের বিরুদ্ধে চার্জ গঠন করেন। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আদালত এ রায় দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত