যেসব উপায়ে চ্যাটিজিপিটিতে ফাইল আপলোড করবেন
পিডিএফ, ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেল শিট বা সিভিএস ফাইলের সারসংক্ষেপ তৈরি করে দিতে পারে চ্যাটজিপিটি। ফলে বিশাল আকারের ডকুমেন্ট পুরোটা না পড়েই এর গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারবেন আপনি। ফলে ব্যস্ততার মধ্যে সময় বাঁচাবে চ্যাটজিপিটি। খুব সহজেই চ্যাটবটটিতে ফাইল আপলোড কতে পারবেন।