Ajker Patrika

ওয়েবপেজের টেক্সট বাংলায় পড়ে শোনাবে গুগল ক্রোম 

আপডেট : ১৭ জুন ২০২৪, ১৩: ২২
ওয়েবপেজের টেক্সট বাংলায় পড়ে শোনাবে গুগল ক্রোম 

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য ‘লিসেন টু দিস পেজ’ নামে নতুন ফিচার নিয়ে আসছে গুগল ক্রোম। ওয়েবপেজের টেক্সটগুলো বাংলাসহ বিভিন্ন ভাষায় পড়ে শোনাবে ফিচারটি। এ ছাড়া কোন কণ্ঠে শুনতে চান তাও নির্বাচন করতে পারবেন। ফলে অন্য কাজ করার সময় স্ক্রিনের দিকে না তাকিয়েই ওয়েবপেজে কী রয়েছে, তা জেনে নিতে পারবেন। বিশেষ করে দৃষ্টিপ্রতিবন্ধীদের ফিচারটি বেশি কাজে দেবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভের মতে, সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই শিগগিরই এই ফিচার পাওয়া যাবে।

ফিচারটি ব্যবহার করে পডকাস্টের মতো পুরো ওয়েবপেজটির টেক্সট শুনতে পারবেন। পস, রিওয়াইন্ড, ফাস্ট ফরোয়ার্ড ও ১০ সেকেন্ড স্কিপ করা যাবে ক্রোমের ভয়েস অডিওটি। আপনার ক্রোম ব্রাউজারে এই ফিচার আছে কি না, তা জানতে ক্রোম ব্রাউজারের তিন ডট বাটনে ট্যাপ করুন। এই মেনুতে ফিচারটি দেখা যাবে।

এখন পর্যন্ত চারটি কণ্ঠে ওয়েবপেজের টেক্সটগুলো শোনার সুযোগ দেবে ক্রোম। সেগুলো হলো—রুবি, রিভার, ফিল্ড ও মস।

ওয়েবপেজের অভ্যন্তরীণ টেক্সটগুলো বিভিন্ন ভাষায় পড়ে শোনা যাবে। ফিচারটি ইংরেজি, হিন্দি, আরবি, ফরাসি, জার্মান, ইন্দোনেশিয়ান, জাপানিজ, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় ওয়েবপেজের টেক্সটগুলো পড়ে শোনাবে।

তবে এই ফিচার সব ওয়েবসাইটে কাজ করবে না। যদিও নির্দেশনা দিলে যেকোনো ওয়েবসাইটের টেক্সট পড়ে শোনাবে গুগল অ্যাসিস্ট্যান্ট, তবে নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীর কাছে আরও নিয়ন্ত্রণ থাকবে। কারণ ভাষা ও কোন ধরনের কণ্ঠে শুনতে চান, তা নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা।

অ্যান্ড্রয়েড ক্রোম অ্যাপের ১২৫ সংস্করণে ফিচারটি দেখতে পেয়েছে নাইন টু ভাইভ গুগল।

আইফোনের সাফারি ব্রাউজারে এই ফিচার রয়েছে। অ্যাপলের অ্যাসিস্ট্যান্ট সিরির কণ্ঠে ওয়েবপেজগুলোর টেক্সট শোনা যায়।

ফিচারটি যেভাবে ব্যবহার করবেন
১. অ্যান্ড্রয়েড ডিভাইসের গুগল ক্রোম অ্যাপ চালু করুন।
২. পছন্দের ওয়েবসাইটে প্রবেশ করুন।
৩. এরপর ওপরের ডান দিকের তিন ডট বাটনে ট্যাপ করুন।
৪. এরপর ‘মোর’ অপশনে ট্যাপ করুন ও ‘লিসেন টু দিজ পেজে’-এ ট্যাপ করুন।

অডিওটি শোনা বন্ধ করতে চাইলে ‘ক্লোজ’ অপশনে ট্যাপ করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত