অ্যান্ড্রয়েড ফোনে গুগল মেসেজের মাধ্যমে মেসেজ আদান প্রদান করে থাকেন অনেকেই। অ্যাপটির জন্য গত বছর ফটোইমোজি ফিচার চালু করেছে গুগল। এর মাধ্যমে যেকোনো ছবি স্টিকার বা ইমোজিতে পরিণত করা যায়। অর্থাৎ কাস্টম ইমোজি তৈরি করে টেক্সটের রিক্যাশন দিতে এগুলো ব্যবহার করা যাবে।
অনেকেই গুগল মেসেজের ফটোইমোজি ফিচারটি সম্পর্কে জানে না। তবে খুব সহজেই এটি ব্যবহার করে মেসেজিংকে আরও আকর্ষণীয় করে তোলা যায়। এই ফিচারের মাধ্যমে যে কোনো ছবিকে স্টিকারের পাশাপাশি ইমোজি হিসেবেও ব্যবহার করা যায়।
ফটোইমোজি স্টিকার হিসেবে ব্যবহার করবেন যেভাবে
১. গুগল মেসেজ অ্যাপ চালু করুন ও যে নম্বরে মেসেজ পাঠাতে চান সেই থ্রেডে ট্যাপ করুন।
২. টেক্সট মেসেজ বক্সের নিচের দিকে বাম পাশে ‘ইমোজি’ আইকোনে ট্যাপ করুন।
৩. ফটোইমোজি ট্যাব খুঁজে বের করুন।
৫. এরপর ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন। এর ফলে ফোনের ফটো গ্যালারি চালু হবে।
৬. যে ছবিকে ইমোজিতে পরিণত করতে চান সেটি নির্বাচন করুন। তবে এ ক্ষেত্রে স্পষ্ট ছবিই নির্বাচন করা উচিত।
৭. যদি আপনার ছবিতে একাধিক বস্তু থাকে, তাহলে ছবির একটি বস্তুর ওপর ট্যাপ করুন।
৮. পছন্দের মতো ছবি নির্বাচন করলে গুগল মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলে ইমোজি তৈরি করে দেবে।
৯. এরপর ডানপাশের নিচের ‘সেন্ড’ আইকোনে ট্যাপ করুন।
ফটোইমোজি রিঅ্যাকশন হিসেবে ব্যবহার করবেন যেভাবে
১. যে কোন মেসেজ থ্রেডে প্রবেশ চালু করুন। যে মেসেজের জন্য রিক্যাশন দিতে চান তার ওপর ট্যাপ করে ধরে রাখুন।
২. একটি পপ আপ মেনু দেখা যাবে। এই মেনু থেকে ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন। এর ফলে ফোনের ফটো গ্যালারি চালু হবে।
৩. যে ছবিকে ইমোজিতে পরিণত করতে চান সেটি নির্বাচন করুন। তবে এক্ষেত্রে স্পষ্ট ছবিই নির্বাচন করা উচিত।
৪. যদি আপনার ছবিতে একাধিক বস্তু থাকে, তাহলে ছবির একটি বস্তুর ওপর ট্যাপ করুন।
৫. পছন্দের মতো ছবি নির্বাচন করলে গুগল মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলে ইমোজি তৈরি করে দেবে।
৬. এরপর ফটোইমোজি রিঅ্যাকশন হিসেবে পাঠাতে ‘সেন্ড’ আইকোনে ট্যাপ করুন।
তবে এখনো অ্যান্ড্রয়েডের সব ডিভাইসে ফটোইমোজি ফিচারটি রিঅ্যাকশন হিসেবে ব্যবহার করার অপশন দেখা যায় না।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
অ্যান্ড্রয়েড ফোনে গুগল মেসেজের মাধ্যমে মেসেজ আদান প্রদান করে থাকেন অনেকেই। অ্যাপটির জন্য গত বছর ফটোইমোজি ফিচার চালু করেছে গুগল। এর মাধ্যমে যেকোনো ছবি স্টিকার বা ইমোজিতে পরিণত করা যায়। অর্থাৎ কাস্টম ইমোজি তৈরি করে টেক্সটের রিক্যাশন দিতে এগুলো ব্যবহার করা যাবে।
অনেকেই গুগল মেসেজের ফটোইমোজি ফিচারটি সম্পর্কে জানে না। তবে খুব সহজেই এটি ব্যবহার করে মেসেজিংকে আরও আকর্ষণীয় করে তোলা যায়। এই ফিচারের মাধ্যমে যে কোনো ছবিকে স্টিকারের পাশাপাশি ইমোজি হিসেবেও ব্যবহার করা যায়।
ফটোইমোজি স্টিকার হিসেবে ব্যবহার করবেন যেভাবে
১. গুগল মেসেজ অ্যাপ চালু করুন ও যে নম্বরে মেসেজ পাঠাতে চান সেই থ্রেডে ট্যাপ করুন।
২. টেক্সট মেসেজ বক্সের নিচের দিকে বাম পাশে ‘ইমোজি’ আইকোনে ট্যাপ করুন।
৩. ফটোইমোজি ট্যাব খুঁজে বের করুন।
৫. এরপর ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন। এর ফলে ফোনের ফটো গ্যালারি চালু হবে।
৬. যে ছবিকে ইমোজিতে পরিণত করতে চান সেটি নির্বাচন করুন। তবে এ ক্ষেত্রে স্পষ্ট ছবিই নির্বাচন করা উচিত।
৭. যদি আপনার ছবিতে একাধিক বস্তু থাকে, তাহলে ছবির একটি বস্তুর ওপর ট্যাপ করুন।
৮. পছন্দের মতো ছবি নির্বাচন করলে গুগল মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলে ইমোজি তৈরি করে দেবে।
৯. এরপর ডানপাশের নিচের ‘সেন্ড’ আইকোনে ট্যাপ করুন।
ফটোইমোজি রিঅ্যাকশন হিসেবে ব্যবহার করবেন যেভাবে
১. যে কোন মেসেজ থ্রেডে প্রবেশ চালু করুন। যে মেসেজের জন্য রিক্যাশন দিতে চান তার ওপর ট্যাপ করে ধরে রাখুন।
২. একটি পপ আপ মেনু দেখা যাবে। এই মেনু থেকে ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন। এর ফলে ফোনের ফটো গ্যালারি চালু হবে।
৩. যে ছবিকে ইমোজিতে পরিণত করতে চান সেটি নির্বাচন করুন। তবে এক্ষেত্রে স্পষ্ট ছবিই নির্বাচন করা উচিত।
৪. যদি আপনার ছবিতে একাধিক বস্তু থাকে, তাহলে ছবির একটি বস্তুর ওপর ট্যাপ করুন।
৫. পছন্দের মতো ছবি নির্বাচন করলে গুগল মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলে ইমোজি তৈরি করে দেবে।
৬. এরপর ফটোইমোজি রিঅ্যাকশন হিসেবে পাঠাতে ‘সেন্ড’ আইকোনে ট্যাপ করুন।
তবে এখনো অ্যান্ড্রয়েডের সব ডিভাইসে ফটোইমোজি ফিচারটি রিঅ্যাকশন হিসেবে ব্যবহার করার অপশন দেখা যায় না।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গোপন নথি ডার্ক ওয়েবে বিক্রি হতে পারে। এই সন্দেহজনক ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পররাষ্ট্রমন্ত্রী লিন ছিয়া-লুং একটি তদন্ত টিম গঠন করার নির্দেশ দিয়েছেন। যাতে এই তথ্য ফাঁসের উৎস, চ্যানেল এবং পরিধি স্পষ্ট করা যায়।
১৩ ঘণ্টা আগেএকটি অ্যাকাউন্ট বন্ধ হলে আরেকটি খুলছেন হানিন আল-বাতাশ। গত ছয় মাসে তিনি ৮০টিরও বেশি ব্লুস্কাই অ্যাকাউন্ট খুলেছেন বলে জানিয়েছেন। ইসরায়েলের অবরোধে দুর্ভিক্ষের মুখোমুখি গাজাবাসীরা এখন দুধ ও ময়দার মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন। জীবন রক্ষার জন্য বিশ্বজুড়ে মানুষের কাছে সহায়তা চেয়ে ব্লুস্কাই
১৩ ঘণ্টা আগেনীতিবিরোধী কনটেন্ট শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো মানুষের দক্ষতা সবচেয়ে নির্ভরযোগ্য বলে প্রমাণিত হয়েছে। বিশেষ করে জটিল বা প্রসঙ্গভিত্তিক কনটেন্ট বিশ্লেষণে মানব কনটেন্ট মডারেটররা এআইয়ের চেয়ে স্পষ্টভাবে এগিয়ে। তবে এই নির্ভুল যাচাইয়ের পেছনে রয়েছে একটি বড়...
১৭ ঘণ্টা আগেদাবা খেলায় ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোককে পরাজিত করল স্যাম অল্টম্যানের ওপেনএআই। দাবা খেলায় কোন এআই সেরা তা নির্ধারণ করতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
১৮ ঘণ্টা আগে