ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবের মতো অ্যান্ড্রয়েড ফোনেও ক্রোম ব্রাউজারে ট্যাব মিনিমাইজ করা যাবে। এর জন্য ‘মিনিমাইজ ট্যাব’ ফিচার নিয়ে এল গুগল। অ্যাপ ও ওয়েবসাইট একই সঙ্গে দেখার জন্য ফিচারটি চালু করা হয়েছে। ফিচারটি অনেকটা ফ্লোটিং উইন্ডোর মতো কাজ করে।
কোনো অ্যাপে পাঠানো লিংকে ট্যাপ করলে সরাসরি ক্রোম ব্রাউজার খুলে যায়। আর অ্যাপটি বন্ধ হয়ে যায়। কিন্তু নতুন ফিচারের মাধ্যমে লিংক খোলার পর তা মিনিমাইজ করে রাখতে পারবেন। সেসময় অ্যাপটির ওপরের একটি ছোট উইন্ডোতে ক্রোম ব্রাউজারের ট্যাবটি দেখা যাবে। এটি অনেকটা ফ্লোটিং উইন্ডোর মতো কাজ করবে। একে টেনে স্ক্রিনের যেকোনো স্থানে রাখা যাবে। ‘পিকচার ইন পিকচার’ (পিআইপি) উইন্ডো ব্যবহার করে ফিচারটি কাজ করে।
তবে বর্তমানে ফিচারটি শুধু জিমেইল, চ্যাটসের মতো গুগলের অ্যাপগুলো সঙ্গে কাজ করবে। যেসব অ্যাপ লিংক খোলার জন্য গুগল ক্রোম ব্যবহার করে ফিচারটি শিগগিরই সেসব অ্যাপেও সমর্থন দেবে। তবে মেটার ইনস্টাগ্রামের মতো যেসব প্ল্যাটফর্মের নিজস্ব ব্রাউজার রয়েছে সেগুলোতে সমর্থন দেবে না।
ফিচারটি যেভাবে কাজ করে
১. ফিচারটি ব্যবহারের জন্য গুগল ক্রোমের সর্বশেষ সংস্করণটি ফোনে ইনস্টল করতে হবে।
২. এরপর গুগল চ্যাটসের মতো অন্য কোনো গুগল অ্যাপে শেয়ার করা লিংকে ট্যাপ করতে হবে।
৩. ট্যাপ করার ফলে লিংকটি ক্রোম ব্রাউজারে চালু হবে।
৪. এরপর ওপর দিকে বাম পাশে ‘ক্লোজড’ (X) বাটনের পাশে তীর চিহ্নটিতে ট্যাপ করুন। এর ফলে ক্রোম ব্রাউজারটি মিনিমাইজ হয়ে একটি ছোট উইন্ডো হিসেবে অন্য অ্যাপের ওপরে দেখা যাবে।
৫. আবার ক্রোম ট্যাবটি স্ক্রিন জুড়ে দেখতে চাইলে মিনিমাইজ করা উইন্ডোতে ট্যাপ করুন।
এই ফিচারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। ফিচারটি মাধ্যমে সব ওয়েবসাইট মিনিমাইজ করে দেখা যাবে না। এ ছাড়া মিনিমাইজ থাকা উইন্ডোতে কনটেন্টগুলো শুধু দেখাই যাবে, এই উইন্ডো থেকে কোনো কাজ করা যাবে। মিনিমাইজ থাকা ওয়েবসাইটের কোনো অপশনে ট্যাপ করলে ট্যাবটি বড় হয়ে পুরো স্ক্রিন জুড়ে দেখা যাবে।
তথ্যসূত্র:অ্যান্ড্রয়েড পুলিস
ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবের মতো অ্যান্ড্রয়েড ফোনেও ক্রোম ব্রাউজারে ট্যাব মিনিমাইজ করা যাবে। এর জন্য ‘মিনিমাইজ ট্যাব’ ফিচার নিয়ে এল গুগল। অ্যাপ ও ওয়েবসাইট একই সঙ্গে দেখার জন্য ফিচারটি চালু করা হয়েছে। ফিচারটি অনেকটা ফ্লোটিং উইন্ডোর মতো কাজ করে।
কোনো অ্যাপে পাঠানো লিংকে ট্যাপ করলে সরাসরি ক্রোম ব্রাউজার খুলে যায়। আর অ্যাপটি বন্ধ হয়ে যায়। কিন্তু নতুন ফিচারের মাধ্যমে লিংক খোলার পর তা মিনিমাইজ করে রাখতে পারবেন। সেসময় অ্যাপটির ওপরের একটি ছোট উইন্ডোতে ক্রোম ব্রাউজারের ট্যাবটি দেখা যাবে। এটি অনেকটা ফ্লোটিং উইন্ডোর মতো কাজ করবে। একে টেনে স্ক্রিনের যেকোনো স্থানে রাখা যাবে। ‘পিকচার ইন পিকচার’ (পিআইপি) উইন্ডো ব্যবহার করে ফিচারটি কাজ করে।
তবে বর্তমানে ফিচারটি শুধু জিমেইল, চ্যাটসের মতো গুগলের অ্যাপগুলো সঙ্গে কাজ করবে। যেসব অ্যাপ লিংক খোলার জন্য গুগল ক্রোম ব্যবহার করে ফিচারটি শিগগিরই সেসব অ্যাপেও সমর্থন দেবে। তবে মেটার ইনস্টাগ্রামের মতো যেসব প্ল্যাটফর্মের নিজস্ব ব্রাউজার রয়েছে সেগুলোতে সমর্থন দেবে না।
ফিচারটি যেভাবে কাজ করে
১. ফিচারটি ব্যবহারের জন্য গুগল ক্রোমের সর্বশেষ সংস্করণটি ফোনে ইনস্টল করতে হবে।
২. এরপর গুগল চ্যাটসের মতো অন্য কোনো গুগল অ্যাপে শেয়ার করা লিংকে ট্যাপ করতে হবে।
৩. ট্যাপ করার ফলে লিংকটি ক্রোম ব্রাউজারে চালু হবে।
৪. এরপর ওপর দিকে বাম পাশে ‘ক্লোজড’ (X) বাটনের পাশে তীর চিহ্নটিতে ট্যাপ করুন। এর ফলে ক্রোম ব্রাউজারটি মিনিমাইজ হয়ে একটি ছোট উইন্ডো হিসেবে অন্য অ্যাপের ওপরে দেখা যাবে।
৫. আবার ক্রোম ট্যাবটি স্ক্রিন জুড়ে দেখতে চাইলে মিনিমাইজ করা উইন্ডোতে ট্যাপ করুন।
এই ফিচারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। ফিচারটি মাধ্যমে সব ওয়েবসাইট মিনিমাইজ করে দেখা যাবে না। এ ছাড়া মিনিমাইজ থাকা উইন্ডোতে কনটেন্টগুলো শুধু দেখাই যাবে, এই উইন্ডো থেকে কোনো কাজ করা যাবে। মিনিমাইজ থাকা ওয়েবসাইটের কোনো অপশনে ট্যাপ করলে ট্যাবটি বড় হয়ে পুরো স্ক্রিন জুড়ে দেখা যাবে।
তথ্যসূত্র:অ্যান্ড্রয়েড পুলিস
পাতলা ফোন মানেই, দুর্বল পারফরম্যান্স—এই ধ্যানধারণা অধিকাংশ ক্রেতার মনে গেঁথে গেছে। একই ভাবনার প্রতিফলন দেখা যায় বিভিন্ন মোবাইল মার্কেটেও। তবে এসব প্রথাগত ধারণা ভেঙে দিতে বাজারে আসছে অপোর ‘এ৫এক্স’ স্মার্টফোন।
৯ ঘণ্টা আগেদীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ‘গ্যালাক্সি এস ২৫ এজ’ ফোনটির আনুষ্ঠানিক উন্মোচনের তারিখ ঘোষণা করল স্যামসাং। আগামী ১৩ মে দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় সকাল ৯টায় কটি ভার্চুয়াল ‘আনপ্যাকড’ ইভেন্টের মাধ্যমে এই নতুন স্মার্টফোন উন্মোচন করবে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দায়ের করা মামলা নিষ্পত্তিতে ১ দশমিক ৪ বিলিয়ন বা ১৪০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে গুগল। গত কাল শুক্রবার এক বিবৃতিতে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ব্যবহারকারীদের অনুমতি ছাড়া গোপনে তথ্য সংগ্রহ করায় এই জরিমানা...
১১ ঘণ্টা আগেচীনা অ্যাকাডেমি অব সায়েন্সেসের গবেষকেরা সম্প্রতি ‘ডিফেস’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) টুল প্রকাশ করেছেন, যা শুধুমাত্র ডিএনএ-র তথ্য বিশ্লেষণ করে তৈরি করতে পারে মানুষের মুখচ্ছবি। গবেষকেরা বলছেন, এই প্রযুক্তি ফরেনসিক, চিকিৎসকদের এবং আইন প্রয়োগকারী সংস্থার কাজের ধরন বদলে দিতে পারে।
১৩ ঘণ্টা আগে