এখন পর্যন্ত দুই পদ্ধতিতে পছন্দের ভিডিও সার্চ করা যেত ইউটিউবে। এবার প্ল্যাটফর্মটির সঙ্গে গুগল লেন্স ফিচার যুক্ত করেছে গুগল। ফিচারটির মাধ্যমে ফোনের ক্যামেরা দিয়ে বা গ্যালারিতে থাকা কোনো ভিডিওয়ের স্ক্রিনশট থেকে ইউটিউবে পছন্দের ভিডিও খুঁজে পাওয়া যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগল বলেছে, প্রাথমিকভাবে ইউটিউবের অ্যান্ড্রয়েড অ্যাপে এ সুবিধা যুক্ত করা হবে।
ফিচারটি নিয়ে একটি স্ক্রিনশটও প্রকাশ করে নাইনটুভাইভ গুগল। স্ক্রিনশট থেকে দেখা যায়, অ্যান্ড্রয়েড ফোনের ইউটিউব অ্যাপের সার্চবারে ও ভয়েস ইনপুট বাটনের মাঝে গুগল লেন্সের জন্য নতুন বাটন যুক্ত করেছে গুগল। এই বাটনে ট্যাপ করলে গুগল লেন্স চালু হবে। এটি ফোনের ক্যামেরা ব্যবহার করে।
ক্যামেরা দিয়ে কোনো বস্তুর ছবি তুললে বা গ্যালারি থেকে কোনো ছবি নির্বাচন করলে কাঙ্খিত বিষয়ের বিভিন্ন ভিডিও ইউটিউবে দেখাবে। যেমন: রাস্তা দিয়ে হাটার সময় কোনো আর্কষণীয় গাড়ি দেখলেন। গাড়িটির রিভিউ জানার ইচ্ছা হলো। সেইসময় ইউটিউবে গিয়ে গুগল লেন্সে বাটনে ট্যাপ করে ফোনের ক্যামেরাটি গাড়িটির ওপর তাক করলেই গাড়িটি সম্পর্কিত ভিডিওগুলো সেকেন্ডের ভেতরে চোখের সামনে নিয়ে আসবে। ফলাফলগুলো থেকে নিজের পছন্দমতো ভিডিওতে ট্যাপ করে দেখতে পারবেন।
ফিচারটি সার্চ ফলাফলে ইউটিউবের ভিডিওসহ সাধারণ গুগল সার্চের ফলাফলও দেখাবে। এখানে ‘সার্চ অন গুগল’ অপশন দেখাবে। এতে ট্যাপ করলে সাধারণ গুগল সার্চের ফলাফলগুলো দেখাবে।
বর্তমানে নির্দিষ্ট অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ডিভাইসে ফিচারটি পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে শিগগিরই অন্যদের অ্যান্ড্রয়েড ফোনেও এই ফিচার যুক্ত করা হবে।
এখন ইউটিউব শর্টসেও ‘ড্রিম স্ক্রিন’ নামে নতুন এআই ফিচার যুক্ত করবে ইউটিউব। ফলে ভিডিওয়ের ব্যাকগ্রাউন্ডে এআই দিয়ে তৈরি বিভিন্ন ছবি ও ভিডিও যুক্ত করতে পারবে ক্রিয়েটররা। ফিচারটি অনেকটা ‘গ্রিন স্ক্রিনের’ মতো কাজ করে। এআইকে বিভিন্ন নির্দেশনা দিয়ে পছন্দের মতো ছবি ও ভিডিও যুক্ত করে নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবে।
ড্রিম স্ক্রিন ছাড়াও ‘ড্রিম ট্যাক’ নামের নতুন ফিচার নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে ইউটিউব। এর মাধ্যমে ক্রিয়েটররা ৩০ সেকেন্ডের সাউন্ডট্র্যাক তৈরি করতে পারবে। এআই দিয়ে জনপ্রিয় তারকাদের নকল কণ্ঠ এসব সাউন্ডট্র্যাকে ব্যবহার করা যাবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি ও স্যামমোবাইল
এখন পর্যন্ত দুই পদ্ধতিতে পছন্দের ভিডিও সার্চ করা যেত ইউটিউবে। এবার প্ল্যাটফর্মটির সঙ্গে গুগল লেন্স ফিচার যুক্ত করেছে গুগল। ফিচারটির মাধ্যমে ফোনের ক্যামেরা দিয়ে বা গ্যালারিতে থাকা কোনো ভিডিওয়ের স্ক্রিনশট থেকে ইউটিউবে পছন্দের ভিডিও খুঁজে পাওয়া যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগল বলেছে, প্রাথমিকভাবে ইউটিউবের অ্যান্ড্রয়েড অ্যাপে এ সুবিধা যুক্ত করা হবে।
ফিচারটি নিয়ে একটি স্ক্রিনশটও প্রকাশ করে নাইনটুভাইভ গুগল। স্ক্রিনশট থেকে দেখা যায়, অ্যান্ড্রয়েড ফোনের ইউটিউব অ্যাপের সার্চবারে ও ভয়েস ইনপুট বাটনের মাঝে গুগল লেন্সের জন্য নতুন বাটন যুক্ত করেছে গুগল। এই বাটনে ট্যাপ করলে গুগল লেন্স চালু হবে। এটি ফোনের ক্যামেরা ব্যবহার করে।
ক্যামেরা দিয়ে কোনো বস্তুর ছবি তুললে বা গ্যালারি থেকে কোনো ছবি নির্বাচন করলে কাঙ্খিত বিষয়ের বিভিন্ন ভিডিও ইউটিউবে দেখাবে। যেমন: রাস্তা দিয়ে হাটার সময় কোনো আর্কষণীয় গাড়ি দেখলেন। গাড়িটির রিভিউ জানার ইচ্ছা হলো। সেইসময় ইউটিউবে গিয়ে গুগল লেন্সে বাটনে ট্যাপ করে ফোনের ক্যামেরাটি গাড়িটির ওপর তাক করলেই গাড়িটি সম্পর্কিত ভিডিওগুলো সেকেন্ডের ভেতরে চোখের সামনে নিয়ে আসবে। ফলাফলগুলো থেকে নিজের পছন্দমতো ভিডিওতে ট্যাপ করে দেখতে পারবেন।
ফিচারটি সার্চ ফলাফলে ইউটিউবের ভিডিওসহ সাধারণ গুগল সার্চের ফলাফলও দেখাবে। এখানে ‘সার্চ অন গুগল’ অপশন দেখাবে। এতে ট্যাপ করলে সাধারণ গুগল সার্চের ফলাফলগুলো দেখাবে।
বর্তমানে নির্দিষ্ট অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ডিভাইসে ফিচারটি পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে শিগগিরই অন্যদের অ্যান্ড্রয়েড ফোনেও এই ফিচার যুক্ত করা হবে।
এখন ইউটিউব শর্টসেও ‘ড্রিম স্ক্রিন’ নামে নতুন এআই ফিচার যুক্ত করবে ইউটিউব। ফলে ভিডিওয়ের ব্যাকগ্রাউন্ডে এআই দিয়ে তৈরি বিভিন্ন ছবি ও ভিডিও যুক্ত করতে পারবে ক্রিয়েটররা। ফিচারটি অনেকটা ‘গ্রিন স্ক্রিনের’ মতো কাজ করে। এআইকে বিভিন্ন নির্দেশনা দিয়ে পছন্দের মতো ছবি ও ভিডিও যুক্ত করে নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবে।
ড্রিম স্ক্রিন ছাড়াও ‘ড্রিম ট্যাক’ নামের নতুন ফিচার নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে ইউটিউব। এর মাধ্যমে ক্রিয়েটররা ৩০ সেকেন্ডের সাউন্ডট্র্যাক তৈরি করতে পারবে। এআই দিয়ে জনপ্রিয় তারকাদের নকল কণ্ঠ এসব সাউন্ডট্র্যাকে ব্যবহার করা যাবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি ও স্যামমোবাইল
দর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
২ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১৮ ঘণ্টা আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
২০ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই থেকে থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। গতকাল বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই ঘোষণা দেন তিনি।
২১ ঘণ্টা আগে