নোট লেখার জন্য জনপ্রিয় অ্যাপ হলো গুগল অ্যাপ। অ্যান্ড্রয়েড সমর্থিত বড় স্ক্রিনের ডিভাইসের জন্য গুগল কিপে নতুন ফিচার যুক্ত করছে গুগল। এর ফলে ব্যবহারকারীরা একই সঙ্গে একাধিক অ্যাকাউন্টের নোটগুলো পাশাপাশি রেখে ব্যবহার করতে পারবে। তাই বারবার অ্যাকাউন্ট পরিবর্তন করার প্রয়োজন হবে না।
নতুন ফিচারটি ট্যাবলেট ও ফোল্ডিং ফোনের মতো বড় স্ক্রিনযুক্ত ডিভাইসে বেশি কাজে দেবে। এর মাধ্যমে ভিন্ন অ্যাকাউন্টে লগ ইন করা দুটি গুগল কিপের উইন্ডো পাশাপাশি চালু রাখা যাবে। বিশেষ করে যারা অফিস ও ব্যক্তিগত কাজের জন্য আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের জন্য ফিচারটি বেশ সুবিধাজনক হবে।
গত বছরের মাল্টি ইনস্ট্যান্ট সাপোর্ট ফিচারের ওপর ভিত্তি করে নতুন ফিচারটি চালু করা হয়েছে। আগের ফিচারের ক্ষেত্রে গুগল কিপ অ্যাপের দুটি নোট স্প্লিট স্ক্রিনের মাধ্যমে চালু রাখা যেত। ফলে দুটি নোট একই সঙ্গে দেখা যেত। এখন একাধিক অ্যাকাউন্টের নোট একই সঙ্গে দেখা যাবে। এর ফলে কাজ করার সময় বার বার একেক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে না।
নতুন ফিচারটি র্যাপিড ও শিডিউল রিলিজের মাধ্যমে সব অ্যান্ড্রয়েড ফোনে ছাড়া হবে। অর্থাৎ নিজের গুগল ওয়ার্কস্পেস ডোমেইন র্যাপিড রিলিজের আওতাভুক্ত হলে দ্রুতই ফিচারটি ব্যবহার করা যাবে। আর শিডিউল রিলিজের আওতাভুক্ত হলে ফিচারটি কিছুটা দেরিতে আপনার ডিভাইসে পাওয়া যাবে।
সকল গুগল ওয়ার্কস্পেস গ্রাহকদের জন্য ফিচারটি পাওয়া যাবে। অর্থাৎ ব্যক্তিগত অ্যাকাউন্ট বা স্বতন্ত্র গুগল অ্যাকাউন্টে এটি পাওয়া যাবে। গুগল কিপের মতো ওয়ার্ক স্পেসের টুলগুলো যেন সহজে ব্যবহার করা যায় এ জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে টেক জায়ান্টটি।
গুগল ট্রান্সলেটের ক্ষেত্রেও পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এখন আরও ১১০টি ভাষায় অনুবাদ করে দিতে পারবে গুগল ট্রান্সলেট। গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে নতুন ভাষাগুলো যুক্ত করা হয়। গুগল ট্রান্সলেটে এসব ভাষা যুক্ত করার জন্য কোম্পানিটি নিজেদের লার্জ ল্যাংগুয়েজ মডেল ‘পিএএলএম ২’ ব্যবহার করে। প্রায় কাছাকাছি ধরনের বা কোনো ভাষার আঞ্চলিক উপভাষাগুলো শেখার ক্ষেত্রে এই মডেল বিশেষভাবে কার্যকরী।
তথ্যসূত্র: ফোন এরিনা
নোট লেখার জন্য জনপ্রিয় অ্যাপ হলো গুগল অ্যাপ। অ্যান্ড্রয়েড সমর্থিত বড় স্ক্রিনের ডিভাইসের জন্য গুগল কিপে নতুন ফিচার যুক্ত করছে গুগল। এর ফলে ব্যবহারকারীরা একই সঙ্গে একাধিক অ্যাকাউন্টের নোটগুলো পাশাপাশি রেখে ব্যবহার করতে পারবে। তাই বারবার অ্যাকাউন্ট পরিবর্তন করার প্রয়োজন হবে না।
নতুন ফিচারটি ট্যাবলেট ও ফোল্ডিং ফোনের মতো বড় স্ক্রিনযুক্ত ডিভাইসে বেশি কাজে দেবে। এর মাধ্যমে ভিন্ন অ্যাকাউন্টে লগ ইন করা দুটি গুগল কিপের উইন্ডো পাশাপাশি চালু রাখা যাবে। বিশেষ করে যারা অফিস ও ব্যক্তিগত কাজের জন্য আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের জন্য ফিচারটি বেশ সুবিধাজনক হবে।
গত বছরের মাল্টি ইনস্ট্যান্ট সাপোর্ট ফিচারের ওপর ভিত্তি করে নতুন ফিচারটি চালু করা হয়েছে। আগের ফিচারের ক্ষেত্রে গুগল কিপ অ্যাপের দুটি নোট স্প্লিট স্ক্রিনের মাধ্যমে চালু রাখা যেত। ফলে দুটি নোট একই সঙ্গে দেখা যেত। এখন একাধিক অ্যাকাউন্টের নোট একই সঙ্গে দেখা যাবে। এর ফলে কাজ করার সময় বার বার একেক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে না।
নতুন ফিচারটি র্যাপিড ও শিডিউল রিলিজের মাধ্যমে সব অ্যান্ড্রয়েড ফোনে ছাড়া হবে। অর্থাৎ নিজের গুগল ওয়ার্কস্পেস ডোমেইন র্যাপিড রিলিজের আওতাভুক্ত হলে দ্রুতই ফিচারটি ব্যবহার করা যাবে। আর শিডিউল রিলিজের আওতাভুক্ত হলে ফিচারটি কিছুটা দেরিতে আপনার ডিভাইসে পাওয়া যাবে।
সকল গুগল ওয়ার্কস্পেস গ্রাহকদের জন্য ফিচারটি পাওয়া যাবে। অর্থাৎ ব্যক্তিগত অ্যাকাউন্ট বা স্বতন্ত্র গুগল অ্যাকাউন্টে এটি পাওয়া যাবে। গুগল কিপের মতো ওয়ার্ক স্পেসের টুলগুলো যেন সহজে ব্যবহার করা যায় এ জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে টেক জায়ান্টটি।
গুগল ট্রান্সলেটের ক্ষেত্রেও পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এখন আরও ১১০টি ভাষায় অনুবাদ করে দিতে পারবে গুগল ট্রান্সলেট। গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে নতুন ভাষাগুলো যুক্ত করা হয়। গুগল ট্রান্সলেটে এসব ভাষা যুক্ত করার জন্য কোম্পানিটি নিজেদের লার্জ ল্যাংগুয়েজ মডেল ‘পিএএলএম ২’ ব্যবহার করে। প্রায় কাছাকাছি ধরনের বা কোনো ভাষার আঞ্চলিক উপভাষাগুলো শেখার ক্ষেত্রে এই মডেল বিশেষভাবে কার্যকরী।
তথ্যসূত্র: ফোন এরিনা
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
৬ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১০ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৪ ঘণ্টা আগে