ঢাকায় গাইবেন পপাই
এক যুগের বেশি সময় ধরে গান করছেন পপাই। মূল নাম রাফফান ইমাম হলেও গানের জগতে তাঁকে সবাই চেনেন ‘পপাই’ নামে। ‘নেশার বোঝা’, ‘তিক্ত সত্য’, ‘বিষণ্ন সুন্দর’, ‘মরণ ইচ্ছা’, ‘রাতের কথা’সহ বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। তবে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকার কারণে দেশের কনসার্টে পপাইকে সেভাবে পাওয়া যায় না।