নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ছায়ানট আয়োজন করেছে তিন দিনব্যাপী নজরুল উৎসব। আগামী শুক্র, শনি ও রোববার (২৪,২৫ ও ২৬ মে) ছায়ানট মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হবে।
তিন দিনব্যাপী এই উৎসবে পরিবেশিত হবে একক ও সম্মেলক গান, নৃত্য, পাঠ ও আবৃত্তি। অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পী ও দল অংশ নেবেন।
উৎসবের প্রথম দিন শুক্রবারের আয়োজন শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়, দ্বিতীয় ও তৃতীয় দিন, শনি ও রোববার অনুষ্ঠান থাকছে সন্ধ্যা ৭টায়।
তৃতীয় দিনের অনুষ্ঠানে ৫০টি নজরুল সংগীতের ভাব, সুর ও তথ্য নিয়ে ছায়ানট প্রকাশিত ‘নজরুলসঙ্গীত: তথ্য, ভাব ও সুরসন্ধান’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। সঙ্গে থাকবে গান, নৃত্য, পাঠ ও আবৃত্তি।
এ ছাড়াও নজরুল জয়ন্তী ঘিরে রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠান নানামুখী আয়োজন করেছে। বেঙ্গল ফাউন্ডেশনও আয়োজন করছে দুই দিনব্যাপী অনুষ্ঠানের।
সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ নানা সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান জাতীয় কবির জন্মজয়ন্তী উদ্যাপন করবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ছায়ানট আয়োজন করেছে তিন দিনব্যাপী নজরুল উৎসব। আগামী শুক্র, শনি ও রোববার (২৪,২৫ ও ২৬ মে) ছায়ানট মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হবে।
তিন দিনব্যাপী এই উৎসবে পরিবেশিত হবে একক ও সম্মেলক গান, নৃত্য, পাঠ ও আবৃত্তি। অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পী ও দল অংশ নেবেন।
উৎসবের প্রথম দিন শুক্রবারের আয়োজন শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়, দ্বিতীয় ও তৃতীয় দিন, শনি ও রোববার অনুষ্ঠান থাকছে সন্ধ্যা ৭টায়।
তৃতীয় দিনের অনুষ্ঠানে ৫০টি নজরুল সংগীতের ভাব, সুর ও তথ্য নিয়ে ছায়ানট প্রকাশিত ‘নজরুলসঙ্গীত: তথ্য, ভাব ও সুরসন্ধান’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। সঙ্গে থাকবে গান, নৃত্য, পাঠ ও আবৃত্তি।
এ ছাড়াও নজরুল জয়ন্তী ঘিরে রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠান নানামুখী আয়োজন করেছে। বেঙ্গল ফাউন্ডেশনও আয়োজন করছে দুই দিনব্যাপী অনুষ্ঠানের।
সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ নানা সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান জাতীয় কবির জন্মজয়ন্তী উদ্যাপন করবে।
জার্মানিতে নির্বাসিত বাংলাদেশের প্রখ্যাত কবি দাউদ হায়দার বার্লিনের শ্যোনেবের্গ ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায়) তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। কবি বার্লিনের...
৩ দিন আগেধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আগামীকাল শুক্রবার বিকেল ৫টার দিকে আলোকচিত্রী সাংবাদিক, গবেষক সাহাদাত পারভেজ সম্পাদিত ‘আলোকচিত্রপুরাণ’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ।
৫ দিন আগেনোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা শুধু কথাসাহিত্যের জন্যই নন, মানবিকতা ও বিশ্ব রাজনীতির প্রতি গভীর মনোযোগের জন্যও পরিচিত। বাংলাদেশে এসিড হামলার শিকার নারীদের নিয়ে তাঁর লেখা হৃদয়বিদারক প্রবন্ধ ‘Weaker sex’ প্রমাণ করে, কীভাবে যোসার কলম ছুঁয়ে গিয়েছিল বাংলার পীড়িত নারীদের কান্না ও সংগ্রাম।
১৬ দিন আগেনোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা মারা গেছেন। স্থানীয় সময় গতকাল রোববার পেরুর রাজধানী লিমায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর ছেলে আলভারো বার্গাস যোসা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
১৬ দিন আগে