জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট ২০ বছরের বেশি সময়ের নিজেদের ব্যান্ডের বাইরে সিনেমাতেও গান করছে। তাদের সেসব গান শ্রোতাপ্রিয়ও হয়েছে। আলাদাভাবে এই ব্যান্ড এর দুই সদস্য শারমীন সুলতানা সুমি ও পাভেল আরীন নিয়মিত কাজ করছে সিনেমা এবং বিজ্ঞাপনে। এবার মুক্তির অপেক্ষায় থাকা ‘ফাতিমা’ ছবির একটি গানের সুর ও সংগীত পরিচালনা করলেন পাভেল আরীন। যেটির কথা লিখেছেন চিরকুট এর ভোকাল সুমি।
‘আমি শুধু যে তোমার’ টাইটেলে এ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল। এর মধ্য দিয়ে ‘চিরকুট’ ব্যান্ডের সুমি, পাভেল এবং কোনাল প্রথমবার একসঙ্গে কোনো সিনেমায় গান করলেন।
আগামী ২৪ মে মুক্তি পেতে যাচ্ছে ‘ফাতিমা’, ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। কিছুদিন আগে ‘ফাতিমা’ ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইস্টার্ন ভিস্তা কমপিটিশন বিভাগে মনোনীত হয় এবং সেই উৎসবে পুরস্কারও পায়।
ফাতিমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, মুক্তির আগে গতকাল মঙ্গলবার রাতে কোনালের গাওয়া ‘আমি শুধু যে তোমার’ গানটি প্রকাশিত হয়েছে বঙ্গের ইউটিউবে; ফাতিমার ফেসবুক পেজে।
২০০৯ সালে রিয়্যালিটি শো চ্যানেল আই সেরাকণ্ঠ চাম্পিয়নের মুকুট জয় করে পেশাদার গানে যাত্রা শুরু হয় কোনালের। ১৫ বছরে শতাধিক ছবিতে প্লে-ব্যাক গান করেছেন। গেল এক বছরেই ‘ও প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘মেঘের নৌকা’, ‘সুরমা সুরমা’র মতো হিট ও শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন কোনাল।
‘ফাতিমা’ ছবির গান নিয়ে কোনাল বললেন, ‘খুব চমৎকার এ গান এবং এর কথা-সুরে একটা অভিনবত্ব আছে। সুমি আপু ও পাভেল আমার প্রিয় মানুষ। অনেক বছরের পরিচয় হলেও তাদের সঙ্গে প্রথমবার কোনো ফিল্মে গাওয়ার অভিজ্ঞতা খুব দারুণ। আমার বিশ্বাস, গানপ্রেমীদের এই গান ভালো লাগবে।’
সুরকার ও সংগীত পরিচালক পাভেল আরীন বলেন, ‘এই গানটি বানানোর পরই ভেবেছি, তাকে দিয়েই গাওয়াব। গানটির ভয়েস নেওয়ার পর দেখলাম, যেমনটা ভেবেছিলাম তার চেয়ে ভালো গেয়েছেন কোনাল। আমিও আনন্দিত সুন্দর গানটি রিলিজ হতে যাওয়ার খবর শুনে।’
পরিচালক ধ্রব হাসান বলেন, ‘পাভেলের সঙ্গে যখন গানটি নিয়ে কথা হচ্ছিল তখন কোনালের নামটি প্রস্তাব হয়। রেকর্ডিং এর পর গানটা শুনে ভীষণ ভালো লাগে। দারুণ গেয়েছেন কোনাল। গানটি নিয়ে আমরা তাই ভীষণ আশাবাদী।’
‘ফাতিমা’ চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ফারিণ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন— ইয়াশ রোহান, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, আয়শা মনিকা প্রমুখ। ছবিটি পরিবেশনা করছে বঙ্গ।
উল্লেখ্য, ‘ফাতিমা’ আগামী ২৪ মে দেশের প্রেক্ষাগৃহে এবং ৯ জুন, লন্ডনে রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালের ২৫তম আসরে শেষ বা ক্লোজিং সিনেমা হিসেবে, রিচমিক্স সেন্টার (ব্যাথনাল গ্রিন) এ প্রদর্শিত হতে যাচ্ছে।
জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট ২০ বছরের বেশি সময়ের নিজেদের ব্যান্ডের বাইরে সিনেমাতেও গান করছে। তাদের সেসব গান শ্রোতাপ্রিয়ও হয়েছে। আলাদাভাবে এই ব্যান্ড এর দুই সদস্য শারমীন সুলতানা সুমি ও পাভেল আরীন নিয়মিত কাজ করছে সিনেমা এবং বিজ্ঞাপনে। এবার মুক্তির অপেক্ষায় থাকা ‘ফাতিমা’ ছবির একটি গানের সুর ও সংগীত পরিচালনা করলেন পাভেল আরীন। যেটির কথা লিখেছেন চিরকুট এর ভোকাল সুমি।
‘আমি শুধু যে তোমার’ টাইটেলে এ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল। এর মধ্য দিয়ে ‘চিরকুট’ ব্যান্ডের সুমি, পাভেল এবং কোনাল প্রথমবার একসঙ্গে কোনো সিনেমায় গান করলেন।
আগামী ২৪ মে মুক্তি পেতে যাচ্ছে ‘ফাতিমা’, ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। কিছুদিন আগে ‘ফাতিমা’ ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইস্টার্ন ভিস্তা কমপিটিশন বিভাগে মনোনীত হয় এবং সেই উৎসবে পুরস্কারও পায়।
ফাতিমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, মুক্তির আগে গতকাল মঙ্গলবার রাতে কোনালের গাওয়া ‘আমি শুধু যে তোমার’ গানটি প্রকাশিত হয়েছে বঙ্গের ইউটিউবে; ফাতিমার ফেসবুক পেজে।
২০০৯ সালে রিয়্যালিটি শো চ্যানেল আই সেরাকণ্ঠ চাম্পিয়নের মুকুট জয় করে পেশাদার গানে যাত্রা শুরু হয় কোনালের। ১৫ বছরে শতাধিক ছবিতে প্লে-ব্যাক গান করেছেন। গেল এক বছরেই ‘ও প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘মেঘের নৌকা’, ‘সুরমা সুরমা’র মতো হিট ও শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন কোনাল।
‘ফাতিমা’ ছবির গান নিয়ে কোনাল বললেন, ‘খুব চমৎকার এ গান এবং এর কথা-সুরে একটা অভিনবত্ব আছে। সুমি আপু ও পাভেল আমার প্রিয় মানুষ। অনেক বছরের পরিচয় হলেও তাদের সঙ্গে প্রথমবার কোনো ফিল্মে গাওয়ার অভিজ্ঞতা খুব দারুণ। আমার বিশ্বাস, গানপ্রেমীদের এই গান ভালো লাগবে।’
সুরকার ও সংগীত পরিচালক পাভেল আরীন বলেন, ‘এই গানটি বানানোর পরই ভেবেছি, তাকে দিয়েই গাওয়াব। গানটির ভয়েস নেওয়ার পর দেখলাম, যেমনটা ভেবেছিলাম তার চেয়ে ভালো গেয়েছেন কোনাল। আমিও আনন্দিত সুন্দর গানটি রিলিজ হতে যাওয়ার খবর শুনে।’
পরিচালক ধ্রব হাসান বলেন, ‘পাভেলের সঙ্গে যখন গানটি নিয়ে কথা হচ্ছিল তখন কোনালের নামটি প্রস্তাব হয়। রেকর্ডিং এর পর গানটা শুনে ভীষণ ভালো লাগে। দারুণ গেয়েছেন কোনাল। গানটি নিয়ে আমরা তাই ভীষণ আশাবাদী।’
‘ফাতিমা’ চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ফারিণ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন— ইয়াশ রোহান, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, আয়শা মনিকা প্রমুখ। ছবিটি পরিবেশনা করছে বঙ্গ।
উল্লেখ্য, ‘ফাতিমা’ আগামী ২৪ মে দেশের প্রেক্ষাগৃহে এবং ৯ জুন, লন্ডনে রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালের ২৫তম আসরে শেষ বা ক্লোজিং সিনেমা হিসেবে, রিচমিক্স সেন্টার (ব্যাথনাল গ্রিন) এ প্রদর্শিত হতে যাচ্ছে।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে